দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করায় ব্রাহ্মণবাড়িয়ার ৪ বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় বিএনপির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
জোট প্রার্থীর বিরুদ্ধে তারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করায় এই ব্যবস্থা গ্রহণ করেছে বিএনপি।
বহিস্কৃতরা হলেন, বিএনপির কেন্দ্রীয় সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা, বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক এমপি এম. এ. খালেক পিএসসি, যুবদলের কেন্দ্রীয় সাবেক যুগ্ম সম্পাদক ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের মহাসচিব সরাইলের তরুন দেরও বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সভাপতি মেহেদী হাসান পলাশ।
বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম।
রুমিন ফারহানা নিজের ভেরিফাই ফেসবুক আইডিতে বহিষ্কার সংক্রান্ত যমুনা টেলিভিশনের একটি পোস্ট শেয়ার করেছেন। তবে এ পর্যন্ত তাদের থেকে আনুষ্ঠানিক কোনধরনের প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
আরও পড়ুন:








