বুধবার

৩১ ডিসেম্বর, ২০২৫ ১৬ পৌষ, ১৪৩২

জয়পুরহাটে বেড়েছে শীতের দাপট পাঁচ দিনেও দেখা মিলেনি সুর্যের

জয়পুরহাট, প্রতিনিধি

প্রকাশিত: ৩১ ডিসেম্বর, ২০২৫ ০৯:৩৮

শেয়ার

জয়পুরহাটে বেড়েছে শীতের দাপট পাঁচ দিনেও দেখা মিলেনি সুর্যের
ছবি: বাংলা এডিশন

জয়পুরহাটে শীতের আমেজ দিন-দিন বেড়েই চলেছে। সীমান্তবর্তী এ জেলায় ইতোমধ্যেই মৌসুমী শীতের দাপট স্পষ্টভাবে অনুভূত হচ্ছে। টানা পাঁচ দিনেও এ জেলার মানুষ সুর্যের মুখ দেখেতে পারেনি।

বুধবার সকালে বদলগাছি আবহাওয়া পর্যবেক্ষণাগারে তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

গেল কয়েকদিন ভোর থেকে ঘন কুয়াশা না থাকলেও আক্কেলপুর, কালাই, ক্ষেতলাল, জয়পুরহাট সদরসহ পাঁচবিবি উপজেলাতে ভোররাত থেকে সকাল পর্যন্ত শীতের উপস্থিতি স্পষ্ট। কনকনে ঠান্ডা, হিমেল বাতাসে শরীরে শীতের কামড় অনুভূত হচ্ছে।

ভ্যান চালক-দিনমজুর আব্দুল ওয়াদুদ বলেন, জয়পুরহাটে কয়েকদিন থেকে সুর্য উঠেনি কিন্তু খেটে খাওয়া মানুষ তাঁরা রাস্তায় বের হয়েছে ইনকামের জন্য। কষ্ট হলেও কিছু করার নেই বউ- বাচ্চার জন্য ইনকাম করতেই হবে তাদের।

মটরসাইকেল চালক রুবেল জানান, এই শীতে মটরসাইকেল চালিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া খুব কষ্ট হচ্ছে। এবছর শীতের প্রকোপ বেশি। কিন্তু জীবিকার তাগিদে বের হতে হচ্ছে।

জয়পুরহাট জেলায় আবহাওয়া অফিস না থাকায় নওগাঁ জেলার বদলগাছি আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, গেল কয়েকদিন থেকে জয়পুরহাটে শীত স্পষ্ট অনুভূত হচ্ছে। কোথাও কোথাও ঘন কুয়াশা না থাকলেও বৃষ্টির পানির মত শিশির পড়ছে ।



banner close
banner close