জয়পুরহাটের কালাইয়ে সরকারি পুকুর সংস্কারের নামে অবৈধভাবে মাটি বিক্রির অভিযোগে অভিযান চালিয়ে পুকুর খনন কাজ বন্ধ করে দিয়েছে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইফতেকার রহমান। এসময় মাটি পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক্টর ও দুটি ব্যাটারি জব্দ করা হয়েছে।
কালাই উপজেলার জিন্দারপুর ইউনিয়নের মাদারপুর গ্রামের নাজেবুর রহমান সুইট ও বামন গ্রামের মনোয়ার হোসেন সরকারি পুকুর সংস্কারের নামে মাটি বিক্রি করছেন এমন অভিযোগে মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইফতেকার রহমান সরেজমিন অভিযান পরিচালনা করেন। অভিযানে পুকুর খননের আড়ালে অবৈধভাবে মাটি বিক্রির প্রমাণ পাওয়ায় তাৎক্ষণিকভাবে খনন কাজ বন্ধ করে দেয়া হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, সরকারি পুকুর লিজ নিয়ে সংস্কারের অনুমতি থাকলেও দীর্ঘদিন ধরে ওই এলাকার একটি চক্র পুকুর খনন করে মাটি বিক্রি করে আসছিল। এতে পরিবেশের ক্ষতি হওয়ার পাশাপাশি এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইফতেকার রহমান বলেন,“সরকারি পুকুর সংস্কারের অনুমতি নিয়ে মাটি বিক্রি করা সম্পূর্ণ বেআইনি। অভিযোগ পাওয়ার পরপরই আমরা অভিযান পরিচালনা করেছি। অভিযানের সময় সংশ্লিষ্টরা পালিয়ে গেলেও মাটি পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক্টর ও দুটি ব্যাটারি জব্দ করা হয়েছে।”এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
আরও পড়ুন:








