বুধবার

৩১ ডিসেম্বর, ২০২৫ ১৫ পৌষ, ১৪৩২

চাঁপাইনবাবগঞ্জের সংসদীয় তিন আসনে ১৬ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

চাঁপাইনবাবগঞ্জ, প্রতিনিধি

প্রকাশিত: ৩০ ডিসেম্বর, ২০২৫ ২১:৪৯

শেয়ার

চাঁপাইনবাবগঞ্জের সংসদীয় তিন আসনে ১৬ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল
ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ জেলার তিনটি সংসদীয় আসনে বিভিন্ন রাজনৈতিক দলের মোট ১৬ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। যদিও ২১জন মনোনয়ন ফরম উত্তোলন করেন কিন্তু গতকাল মনোনয়ন জমাদানের শেষ তারিখ পর্যন্ত ১৬জন মনোনয়ন ফরম জমা দেয়ার তথ্য পাওয়া গেছে।

জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রাপ্ত তথ্যে জানা গেছে চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনে বিভিন্ন রাজনৈতিক দলের ৬ জন প্রার্থী মনোনয়নপত্র উত্তোলন ও দাখিল করেছেন। তারা হলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মো. কেরামত আলী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনীত প্রার্থী মো. শাহজাহান মিঞা, বাংলাদেশ খেলাফত মজলিস-এর মনোনীত প্রার্থী নাবাব মো. শামসুল হোদা, জাতীয় পার্টির মোহাঃ আফজাল হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মো. মনিরুল ইসলাম, বাংলাদেশ সাংস্কৃতিক জোট-এর মো. আব্দুল হালিম।

চাঁপাইনবাবগঞ্জ-২ (গোমস্তাপুর, নাচোল ও ভোলাহাট) আসনে মনোনয়নপত্র উত্তোলন করেছিলেন ১০জন। কিন্তু মনোনয়ন দাখিল করেছেন ৫ জন প্রার্থী। তারা হলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ডা. মিজানুর রহমান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনীত প্রার্থী মো. আমিনুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মনোনীত প্রার্থী মো. ইব্রাহিম খলিল, জাতীয় পার্টির মনোনীত প্রার্থী মো. খুরশিদ আলম, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির মনোনীত প্রার্থী মো. সাদেকুল ইসলাম। এছাড়া আরও কয়েকজন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করলেও নির্ধারিত সময়ের মধ্যে মনোনয়নপত্র দাখিল করেননি।

চাঁপাইনবাবগঞ্জ-৩ সদর আসনে ৫ জন প্রার্থী মনোনয়নপত্র উত্তোলন ও দাখিল করেছেন। তারা হলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মো. নুরুল ইসলাম, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনীত প্রার্থী মো. হারুনুর রশিদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মনোনীত প্রার্থী মো. মনিরুল ইসলাম, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)-এর মনোনীত প্রার্থী মো. শফিকুল ইসলাম খান, গণ অধিকার পরিষদ-এর মনোনীত প্রার্থী মো. শফিকুল ইসলাম, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল(জেএসডি)-এর মনোনীত প্রার্থী মো. ফজলুর ইসলাম খাঁন।

ফলে আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে ১৬জনকে প্রাথমিকভাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করতে দেখা যাবে বলে ধারণা করা যাচ্ছে। যদিও যাচাই-বাছাই শেষে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. শাহাদত হোসেন মাসুদ। তিনি আরও বলেছেন, নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী পরবর্তীতে মনোনয়ন প্রত্যাহার ও প্রতীক বরাদ্দ কার্যক্রম সম্পন্ন করা হবে।



banner close
banner close