মঙ্গলবার

৩০ ডিসেম্বর, ২০২৫ ১৪ পৌষ, ১৪৩২

শীতের তীব্রতায় অসহায়দের পাশে মেহেরপুরে প্রশাসনের মানবিক সহায়তা

মেহেরপুর প্রতিনিধি সেলিম রেজা

প্রকাশিত: ৩০ ডিসেম্বর, ২০২৫ ০০:৩৪

আপডেট: ৩০ ডিসেম্বর, ২০২৫ ০১:৩২

শেয়ার

শীতের তীব্রতায় অসহায়দের পাশে মেহেরপুরে প্রশাসনের মানবিক সহায়তা
ছবি: বাংলা এডিশন

শীতের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে মেহেরপুর জেলা প্রশাসন।

জেলা প্রশাসনের উদ্যোগে আজ (সোমবার ২৯ ডিসেম্বর ) রাতের আঁধারে মেহেরপুর শহরের হঠাৎপাড়া এলাকায় অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে উপস্থিত থেকে অসহায় মানুষের হাতে কম্বল তুলে দেন জেলা প্রশাসক ড. সৈয়দ এনামুল কবির।

এ সময় তিনি বলেন, শীতার্ত মানুষের কষ্ট লাঘবে জেলা প্রশাসন সর্বদা মানবিক কার্যক্রমে পাশে রয়েছে। সমাজের সুবিধাবঞ্চিত মানুষ যেন শীতে কষ্ট না পায়, সে লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে জেলার বিভিন্ন এলাকায় এ কার্যক্রম অব্যাহত থাকবে।

শীতবস্ত্র বিতরণকালে আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক পার্থ প্রতিম শীল, মেহেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ খায়রুল ইসলামসহ জেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এ সময় শীতবস্ত্র পেয়ে অসহায় মানুষরা জেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এমন মানবিক উদ্যোগ অব্যাহত রাখার দাবি জানান।



banner close
banner close