ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে লালমনিরহাট জেলার তিনটি সংসদীয় আসনে ২৬ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এছাড়া আরও তিনজন মনোনয়নপত্র ক্রয় করলেও তা জমা দেননি।
সোমবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার।
রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, লালমনিরহাট-১ আসনে ১১টি মনোনয়নপত্র বিক্রি হলেও জমা পড়েছে ১০টি, লালমনিরহাট-২ আসনে ১০টি বিক্রির বিপরীতে জমা পড়েছে ৯টি এবং লালমনিরহাট-৩ আসনে ৮টি মনোনয়নপত্র বিক্রি হলেও জমা পড়েছে ৭টি। তবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এ জেলার তিনটি আসনের কোনোটি থেকেই মনোনয়নপত্র জমা দেয়নি।
সোমবার (২৯ ডিসেম্বর) রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে লালমনিরহাট-৩ (সদর) আসনের মনোনয়নপত্র জমা দেন বিএনপির প্রার্থী ও দলটির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট আবু তাহের, জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ও জেলা সাধারণ সম্পাদক জাহিদ হাসান লিমন এবং গণতান্ত্রিক যুক্তফ্রন্টের প্রার্থী ও কমিউনিস্ট পার্টির লালমনিরহাট জেলা সাধারণ সম্পাদক মধুসূদন রায়।
লালমনিরহাট-১ ও লালমনিরহাট-২ আসনের প্রার্থীরা সংশ্লিষ্ট উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন। জেলার তিনটি আসনে মোট ২৬ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। কোনো আসনেই এনসিপির কোনো প্রার্থী মনোনয়নপত্র জমা দেননি।
মনোনয়নপত্র দাখিল শেষে বিএনপির প্রার্থী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেন, দীর্ঘ ১৭ বছর পর জনগণ ভোট দেওয়ার সুযোগ পাচ্ছে। আশা করছি আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে। লালমনিরহাট দীর্ঘদিন ধরে উন্নয়ন থেকে বঞ্চিত একটি জেলা, মানুষের প্রত্যাশা পূরণে কাজ করতে চাই।
জামায়াতে ইসলামীর প্রার্থী অ্যাডভোকেট আবু তাহের বলেন, শান্তিপূর্ণ পরিবেশে আমরা মনোনয়নপত্র জমা দিতে পেরেছি। এখন পর্যন্ত কোনো বিশৃঙ্খলা নেই। আশা করছি সবাই মিলে একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে পারব।
জাতীয় পার্টির প্রার্থী জাহিদ হাসান লিমন বলেন, উত্তরবঙ্গের উন্নয়নে জাতীয় পার্টির ভূমিকা রয়েছে। উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে জনগণ আবারও জাতীয় পার্টিকে ভোট দেবে বলে বিশ্বাস করি।
গণতান্ত্রিক যুক্তফ্রন্টের প্রার্থী মধুসূদন রায় বলেন, নির্বাচনী পরিবেশ আপাতদৃষ্টিতে ভালো। তবে আমাকে ও আমার কিছু সমর্থককে ভয়ভীতি দেখানোর অভিযোগ রয়েছে, যা বন্ধের দাবি জানাচ্ছি।
লালমনিরহাট জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা এইচ এম রকিব হায়দার জানান, যাচাই-বাছাই শেষে জেলার তিনটি আসনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।
আরও পড়ুন:








