রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিলেন বিএনপি নেতা ও বিশিষ্ট শিল্পপতি অ্যাডভোকেট সুলতানুল আলম তারেক। সোমবার দুপুরে কর্মী সমর্থকদের নিয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা আফিয়া আখতারের কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন গোদাগাড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আনারুল ইসলাম, তানোর উপজেলা বিএনপির সদস্য সচিব সামসুল আলম, গোদাগাড়ী উপজেলা বিএনপির সহ-সভাপতি মোহাম্মদ এনামুল হক চয়ন, পাকড়ি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মান্নান ও চরআষাড়িয়াদহ ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইদুর রহমানসহ অন্যান্য নেতবৃন্দ।
মনোনয়নপত্র জমা দিয়ে গণমাধ্যমের মুখোমুখি হন তিনি। এসময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে সুলতানুল ইসলাম তারেক বলেন, দীর্ঘ সময় ধরে তানোর-গোদাগাড়ীর মানুষের পাশে থেকে কাজ করেছেন। বিএনপির দুঃসময়ে দলীয় নেতাকর্মীদের আগলে রাখার চেষ্টা করেছেন। দলীয় নেতাকর্মীদের দাবির কারণেই তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চান। এলাকায় নিরপেক্ষভাবে জনমত যাচাই করলে বোঝা যাবে, আগামীতে মানুষ কা কে বেছে নিতে অপেক্ষায় আছে।
আরও পড়ুন:








