সোমবার

২৯ ডিসেম্বর, ২০২৫ ১৪ পৌষ, ১৪৩২

বাগেরহাটে উৎসবমুখর পরিবেশে মনোনয়ন দাখিল, ৪ আসনে প্রার্থী ৩১ জন

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত: ২৯ ডিসেম্বর, ২০২৫ ২১:১০

শেয়ার

বাগেরহাটে উৎসবমুখর পরিবেশে মনোনয়ন দাখিল, ৪ আসনে প্রার্থী ৩১ জন
ছবি: বাংলা এডিশন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাগেরহাটে উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র দাখিল করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীরা। সোমবার (২৯ ডিসেম্বর) সকাল থেকেই জেলা প্রশাসক কার্যালয় চত্বরে প্রার্থীদের আগমন, নেতাকর্মীদের ভিড়ে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। দিনভর সেখানে বিরাজ করে উৎসবের আমেজ।

জেলা প্রশাসক গোলাম মো. বাতেন জানান, বাগেরহাট জেলার চারটি সংসদীয় আসনে মোট ৩১ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীর পাশাপাশি উল্লেখযোগ্য সংখ্যক স্বতন্ত্র প্রার্থীও রয়েছেন।

জেলা প্রশাসক আরও জানান, নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী পরবর্তী কার্যক্রম যথাসময়ে সম্পন্ন করা হবে। যাচাই-বাছাই শেষে বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে এবং এরপর প্রতীক বরাদ্দসহ অন্যান্য আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হবে।

এদিকে মনোনয়ন জমা শেষে প্রার্থীরা ভোটারদের সঙ্গে যোগাযোগ বাড়ানো, গণসংযোগ ও নির্বাচনী প্রস্তুতির কথা জানিয়েছেন। বাগেরহাটে আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে ইতোমধ্যে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।



banner close
banner close