আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬কে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য মোঃ হারুন অর রশিদ উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
সোমবার(২৯ ডিসেম্বর) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে রিটার্নিং অফিসারের নিকট আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র দাখিল করেন।
মনোনয়নপত্র জমা দেওয়ার পর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মোঃ হারুন অর রশিদ বলেন, “আগামী ১২ই ফেব্রুয়ারি ২০২৬ একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটাধিকার নিশ্চিত হবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।”
তিনি আরও বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে এবং চাঁপাইনবাবগঞ্জের চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আমি আবারও এই আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি।”
নিজের জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, “এলাকার মানুষ অতীতের উন্নয়ন কর্মকাণ্ড ও জনগণের প্রতি দায়বদ্ধতা বিবেচনা করেই তাদের মূল্যবান ভোট দেবেন বলে আমি শতভাগ আশাবাদী।”
এ সময় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন:








