আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ জেলার ২ ও ৩ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেছেন।
মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে চাঁপাইনবাবগঞ্জ-২ (গোমস্তাপুর, নাচোল ও ভোলাহাট) আসনে প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ড. মিজানুর রহমান। সোমবার(২৯ ডিসেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা জাকির মুন্সীর হাতে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র দাখিল করেন।
এ সময় উপস্থিত ছিলেন নির্বাচনী আসন পরিচালক ইয়াহিয়া খালেদ, জেলা কর্মপরিষদ সদস্য তরিকুল ইসলাম বকুল, গোমস্তাপুর উপজেলা জামায়াতের আমির ইমামুল হোদা, সুপ্রিম কোর্টের আইনজীবী ও গোমস্তাপুর উপজেলা জামায়াতের চেয়ারম্যান প্রার্থী আরিফুল ইসলাম, আলিনগর ইউনিয়ন জামায়াতের যুব সভাপতি সৈয়বুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন গোমস্তাপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা রবিউল ইসলাম, গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বারিক এবং উপজেলা এলজিইডি কর্মকর্তা আছহাবুর রহমান।
মনোনয়নপত্র জমা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ড. মিজানুর রহমান বলেন, সুষ্ঠু, নিরপেক্ষ ও আনন্দঘন নির্বাচন অনুষ্ঠানের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা অত্যন্ত জরুরি। মানুষ যেন ভয়ভীতিহীনভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সে ধরনের পরিবেশ সৃষ্টির ওপর তিনি গুরুত্বারোপ করেন। তিনি আশা প্রকাশ করেন, এলাকার সচেতন ভোটাররা দল ও প্রার্থীর যোগ্যতা এবং অতীত সংগ্রাম বিবেচনা করেই তাদের ভোট প্রদান করবেন। একই সঙ্গে সাংবাদিকদের কাছে নিরপেক্ষ সংবাদ পরিবেশনের প্রত্যাশা ব্যক্ত করেন।
এদিকে চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী নূরুল ইসলাম বুলবুল মনোনয়নপত্র জমা দিয়েছেন। চাঁপাইনবাবগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তা মোঃ শাহাদাত হোসেন মাসুদের নিকট তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র দাখিল করেন।
নূরুল ইসলাম বুলবুল বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং ঢাকা মহানগর দক্ষিণের আমীর। মনোনয়নপত্র জমাদান শেষে সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, সুশাসন প্রতিষ্ঠা, শান্তি বজায় রাখা এবং একটি ইতিবাচক ও টেকসই পরিবর্তনের লক্ষ্য নিয়ে তিনি নির্বাচনে অংশগ্রহণ করছেন। তিনি বলেন, এই সিদ্ধান্ত একক কোনো ব্যক্তিগত সিদ্ধান্ত নয়; এটি জনগণের আশা, স্বপ্ন ও প্রত্যাশার প্রতিফলন।
তিনি আরও বলেন, “ইনশাআল্লাহ, সবাইকে সঙ্গে নিয়ে স্বচ্ছতা, ন্যায়বিচার ও উন্নয়নের ধারায় একটি শান্তিপূর্ণ ও সমৃদ্ধ চাঁপাইনবাবগঞ্জ গড়ে তুলবো।”
মনোনয়নপত্র জমাদানের সময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র অধ্যক্ষ নজরুল ইসলাম, সাবেক জেলা আমীর অধ্যাপক রফিকুল ইসলাম, সাবেক সংসদ সদস্য লতিফুর রহমান, জেলা আমীর মাওলানা আবু জার গিফারী, সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মোখলেশুর রহমানসহ দলীয় নেতৃবৃন্দ।
আরও পড়ুন:








