আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বগুড়া-৬ (সদর) আসনে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র জমা দিয়েছেন দলটির জেলা পর্যায়ের শীর্ষ নেতারা।
সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা তৌফিকুর রহমানের কাছে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেওয়া হয়।
মনোনয়নপত্র জমাদানকালে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন , সাবেক সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনাসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মনোনয়নপত্র জমা শেষে জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা বলেন, বগুড়ার মানুষ কখনো স্বৈরশাসনের কাছে মাথা নত করেনি। এই আসন থেকে তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র জমা দেওয়া মানে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে বগুড়াবাসীর স্পষ্ট অবস্থান।
জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন বলেন, দেশের বর্তমান রাজনৈতিক সংকট থেকে উত্তরণে নিরপেক্ষ নির্বাচন ছাড়া কোনো বিকল্প নেই। তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সেই নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে জনগণের পাশে রয়েছে।
নেতাকর্মীরা এ সময় ‘তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র মুক্তি পাক’, ‘ভোটাধিকার ফিরিয়ে দাও’ এমন বিভিন্ন স্লোগানে মুখর করে তোলেন জেলা প্রশাসক কার্যালয় চত্বর।
আরও পড়ুন:








