সোমবার

২৯ ডিসেম্বর, ২০২৫ ১৪ পৌষ, ১৪৩২

ভ্যানে চড়ে এসে মনোনয়ন দাখিল করলেন ঠাকুরগাঁও-১ আসনে জামায়াত প্রার্থী দেলাওয়ার

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত: ২৯ ডিসেম্বর, ২০২৫ ১৫:২৫

শেয়ার

ভ্যানে চড়ে এসে মনোনয়ন দাখিল করলেন ঠাকুরগাঁও-১ আসনে জামায়াত প্রার্থী দেলাওয়ার
ছবি: বাংলা এডিশন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিলের শেষ দিনে ঠাকুরগাঁওয়ের রাজনৈতিক অঙ্গনে দেখা গেছে ব্যাপক তৎপরতা ও উৎসাহ-উদ্দীপনা। নির্ধারিত শেষ দিনে দলীয় ও স্বতন্ত্র প্রার্থীরা মনোনয়ন দাখিলে ব্যস্ত সময় পার করছেন।

এরই ধারাবাহিকতায় ঠাকুরগাঁও-১ (সদর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মো. দেলাওয়ার হোসেন ব্যতিক্রমীভাবে ভ্যানে করে এসে মনোনয়নপত্র জমা দেন।

সোমবার(২৯ ডিসেম্বর) দুপুর ২টার দিকে তিনি জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ইসরাত ফারজানার কাছে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র দাখিল করেন।

মনোনয়নপত্র জমা দেওয়ার পর সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় মো. দেলাওয়ার হোসেন সাংবাদিকদের বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসন যদি নির্বাচনের আগে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে পারে এবং সুষ্ঠু নির্বাচনী পরিবেশ তৈরি হয়, তাহলে ইনশাআল্লাহ একটি উৎসবমুখর জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

এ সময় তিনি দলীয় প্রতীক ‘দাঁড়িপাল্লা’য় ভোট দেওয়ার জন্য ভোটারদের প্রতি উদাত্ত আহ্বান জানান।

মনোনয়ন দাখিলকে কেন্দ্র করে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে জামায়াতে ইসলামী ও এনসিপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিন রোববার (২৮ ডিসেম্বর) বিকেল ৫টা পর্যন্ত ঠাকুরগাঁও জেলার তিনটি সংসদীয় আসনে বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীদের পক্ষ থেকে মোট ২৪ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে ঠাকুরগাঁও-১ আসনে ৩ জন, ঠাকুরগাঁও-২ আসনে ১০ জন এবং ঠাকুরগাঁও-৩ আসনে ১১ জন প্রার্থী মনোনয়নপত্র গ্রহণ করেন।



আরও পড়ুন:

banner close
banner close