সোমবার

২৯ ডিসেম্বর, ২০২৫ ১৪ পৌষ, ১৪৩২

চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনে জামায়াত প্রার্থী ড. কেরামত আলীর মনোনয়নপত্র দাখিল

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৯ ডিসেম্বর, ২০২৫ ১৫:১৯

শেয়ার

চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনে জামায়াত প্রার্থী ড. কেরামত আলীর মনোনয়নপত্র দাখিল
ছবি: বাংলা এডিশন

চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. কেরামত আলী মনোনয়ন ফরম জমা দিয়েছেন।

সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় শিবগঞ্জ উপজেলা সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম দাখিল করেন। সহকারী রিটার্নিং অফিসার আশিক আহমেদের কাছে মনোনয়নপত্র জমা দেন ড. কেরামত আলী। এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন সরকারি কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

ড. কেরামত আলী বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য এবং রাজশাহী মহানগর আমীর। তিনি চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) সংসদীয় আসনে জামায়াতে ইসলামীর নির্বাচনী প্রতীক ‘দাঁড়িপাল্লা’ নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

মনোনয়নপত্র জমা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ড. কেরামত আলী বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং ন্যায়ভিত্তিক সমাজ গঠনের লক্ষ্যে তিনি নির্বাচনে অংশগ্রহণ করছেন। তিনি ভোটারদের পাশে থেকে জনস্বার্থে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

এ সময় তিনি সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ বজায় রাখতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। পাশাপাশি দলের নেতাকর্মীদের উদ্দেশে নির্বাচন কমিশনের নির্ধারিত আচরণবিধি কঠোরভাবে মেনে চলার আহ্বান জানান।



আরও পড়ুন:

banner close
banner close