কুষ্টিয়া সদরে গড়াই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রির দায়ে দুই ব্যক্তিকে দুই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার (২৮ ডিসেম্বর) দুপুরে কুষ্টিয়া পৌরসভার জুগিয়া এলাকায় অভিযান চালিয়ে মোস্তাফিজুর রহমান ও কলম আলীকে এক লাখ টাকা করে জরিমানা করা হয়।
এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কুষ্টিয়া সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত ইয়াসমিন।
অভিযুক্ত অর্থদণ্ডপ্রাপ্তরা হলেন- কুষ্টিয়ার মিরপুর উপজেলার তালবাড়িয়া এলাকার মৃত আতিয়ার রহমানের ছেলে মোস্তাফিজুর রহমান সুজন ও একই উপজেলার চারুরিয়া গ্রামের জমির উদ্দিন মালিথার ছেলে কলম আলী৷
বিষয়টি নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত ইয়াসমিন বলেন, অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রির অপরাধে অভিযুক্ত দুইজন ব্যক্তিকে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে দুইজনকে দুই লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। এসময় অবৈধভাবে বালু উত্তোলন, সহযোগিতা ও বিক্রি করা বন্ধের জন্য ওয়ার্নিং দেয়া হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
আরও পড়ুন:








