সোমবার

২৯ ডিসেম্বর, ২০২৫ ১৪ পৌষ, ১৪৩২

হাসনাত আব্দুল্লাহ'র সংসদীয় আসন ছেড়ে দিলেন জামায়াতের প্রার্থী সাইফুল ইসলাম

কুমিল্লা দক্ষিণ প্রতিনিধি

প্রকাশিত: ২৯ ডিসেম্বর, ২০২৫ ১৩:২২

আপডেট: ২৯ ডিসেম্বর, ২০২৫ ১৩:৩৩

শেয়ার

হাসনাত আব্দুল্লাহ'র সংসদীয় আসন ছেড়ে দিলেন জামায়াতের প্রার্থী সাইফুল ইসলাম
ছবি: বাংলা এডিশন

বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ আট দলের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাচনী সমঝোতা হওয়ায় কুমিল্লা-৪ (দেবিদ্বার) সংসদীয় আসনটি জাতীয় নাগরিক পার্টি'র(এনসিপি)প্রধান সংগঠক দক্ষিণাঞ্চলের হাসনাত আব্দুল্লাহর জন্য ছেড়ে দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর মনোনীত প্রার্থী সাবেক ভাইস চেয়ারম্যান সাইফুল ইসলাম শহীদ।

রবিবার (২৮ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে নিজের ফেসবুকে ভেরিফাইড পেইজে এমন ঘোষণা দিয়ে জামায়াত প্রার্থী সাইফুল ইসলাম শহীদ এ আসনটি এনসিপির মনোনীত প্রার্থীর জন্য ছেড়ে দেন। দেবিদ্বার-৪ সংসদীয় আসনটিতে গত কয়েক মাস ধরে নির্বাচনী প্রচারণা চালিয়ে আসছিলেন বলে জানা যায়। এর আগে বিকেলে ঢাকার জাতীয় প্রেসক্লাবে এক জরুরি সংবাদ সম্মেলনে জামায়াতের আমির শফিকুর রহমান জামায়াত নেতৃত্বাধীন ৮ দলীয় জোটের সঙ্গে কর্নেল (অব.) অলি আহমদের নেতৃত্বাধীন এলডিপি ও এনসিপি অংশগ্রহনে মোট ১০ দলীয় জোট হিসেবে ঘোষণা দেন।

নির্বাচন থেকে সড়ে দাঁড়ানোর বিষয়ে জামায়াত মনোনীত প্রার্থী সাইফুল ইসলাম শহীদ বাংলা এডিশনকে বলেন,কেন্দ্রীয় সংগঠনের সিদ্ধান্ত মেনে নিয়ে নির্বাচন থেকে নিজেকে আড়াল করে নিলাম। আল্লাহ যেন দ্বীন কায়েমের পথে আমৃত্যু টিকে থাকার তৌফিক দান করেন।

এনসিপির সঙ্গে জামায়াতের নির্বাচনী জোট হওয়ায় কেন্দ্রীয় জামায়াতের দায়িত্বশীলদের সিদ্ধান্ত অনুযায়ী বৃহত্তর রাজনৈতিক লক্ষ্য ও ঐক্যের স্বার্থে আমি কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসন এনসিপির প্রার্থী হাসনাত আব্দুল্লাহর জন্য ছেড়ে দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছি।

আমরা দেশ, মানুষ ও দ্বীন প্রতিষ্ঠার জন্য রাজনীতি করি। দলীয় যেকোন সিদ্ধান্ত আমরা অক্ষরে অক্ষরে পালন করি। তিনি নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন, কয়েক মাস ধরে জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী আমার নির্বাচনী প্রচারণার জন্য অনেক পরিশ্রম করেছেন, আমি আপনাদের কাছে চিরঋণি, আমরা ইসলামী আন্দোলনের বিজয়ী অর্জনের লক্ষে সবাই এক সাথে হয়ে কাজ করবো।

আমরা সবাই মিলেমিশে এক সঙ্গে দেবিদ্বারের উন্নয়ন চাই।



banner close
banner close