সোমবার

২৯ ডিসেম্বর, ২০২৫ ১৪ পৌষ, ১৪৩২

শিবগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির সভা: রাজনৈতিক উসকানি ঠেকাতে তৎপরতা জোরদারের নির্দেশ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৯ ডিসেম্বর, ২০২৫ ১৩:১৫

শেয়ার

শিবগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির সভা: রাজনৈতিক উসকানি ঠেকাতে তৎপরতা জোরদারের নির্দেশ
ছবি: বাংলা এডিশন

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার (২৯ ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলা প্রশাসন হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আশিক আহমেদের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মোঃ কামাল উদ্দিন, উপজেলা ভেটেরিনারি কর্মকর্তা শাহাদাত হোসেন, শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জের প্রতিনিধি এসআই ইমরান হোসেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সঞ্জয় কুমার সরকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, উপজেলা প্রকৌশলী মোঃ হারুন অর রশিদ, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা আয়েশা আক্তার খাতুনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। এছাড়াও শিবগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ সভায় অংশগ্রহণ করেন।

সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আলোচনায় সম্প্রতি শ্যামপুর ইউনিয়নে ঘটে যাওয়া একটি বিচ্ছিন্ন ঘটনাকে রাজনৈতিক রূপ দিয়ে পরিস্থিতি অবনতি করার অপচেষ্টা চালানো হচ্ছে বলে উল্লেখ করা হয়। এ বিষয়ে সতর্ক থেকে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইন-শৃঙ্খলা বাহিনীর তৎপরতা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।

এছাড়া বিভিন্ন মহাসড়কে সংঘটিত ডাকাতির ঘটনায় আইন-শৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয়তা নিয়ে সভায় সমালোচনা করা হয়। মহাসড়কে টহল ও নজরদারি বাড়িয়ে এসব অপরাধ দমনে কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়।

সভা থেকে জনস্বার্থে আইন-শৃঙ্খলা রক্ষায় প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনী ও জনপ্রতিনিধিসহ সকলের সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তার কথা তুলে ধরা হয়। পাশাপাশি আসন্ন সময়ের নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং বিভিন্ন দপ্তরের মধ্যে পারস্পরিক সমন্বয় বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। সভা শেষে গৃহীত সিদ্ধান্তসমূহ দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট দপ্তর ও কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা।



banner close
banner close