রবিবার

২৮ ডিসেম্বর, ২০২৫ ১৩ পৌষ, ১৪৩২

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৮ ডিসেম্বর, ২০২৫ ০৯:৫০

শেয়ার

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক
প্রায় ৫ ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল পুনরায় স্বাভাবিক হয়েছে।

ঘন কুয়াশার কারণে প্রায় ৫ ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল পুনরায় স্বাভাবিক হয়েছে।

শনিবার (২৭ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে নৌপথে দৃশ্যমানতা কমে যায়। এতে যাত্রী ও যানবাহনের নিরাপত্তার কথা বিবেচনা করে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ।

পরবর্তীতে কুয়াশার ঘনত্ব কমে গেলে আড়াইটার দিকে পুনরায় ফেরি চলাচল শুরু হয়। বর্তমানে নৌরুটে স্বাভাবিকভাবে ফেরি চলাচল করছে বলে জানিয়েছে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।

বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখা কার্যালয়ের ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন বলেন, দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক আছে। তবে ঘন কুয়াশার কারণে শনিবার রাত সাড়ে ৯টার দিকে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছিল। পরে রাত আড়াইটার দিকে কুয়াশার ঘনত্ব কমে গেলে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক করা হয়।



banner close
banner close