চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে কবি মোফাজ্জল হোসেন বিশ্বাসের স্মৃতিচারণ ও সাহিত্য ভাবনায় সমৃদ্ধ এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত বাজারপাড়া এলাকায় অবস্থিত মন্তাজ আলী বিশ্বাস সাহিত্য সংস্কৃতি ও সাধারণ পাঠাগারে এই আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব ও আয়োজন করেন পাঠাগারের প্রতিষ্ঠাতা ও কবি মোফাজ্জল হোসেন বিশ্বাস। স্মৃতিচারণমূলক বক্তব্যে তিনি তার জীবনের নানা অধ্যায় তুলে ধরেন কবিতা, ছন্দ ও গদ্যের ভাষায়। সমাজ ও পরিবারের ক্রমবর্ধমান অবক্ষয়, নৈতিক সংকট এবং মানবিক মূল্যবোধের অবনমন নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন তিনি। একই সঙ্গে এসব সংকট থেকে উত্তরণের জন্য সাহিত্যচর্চা ও পাঠাভ্যাস গড়ে তোলার ওপর গুরুত্ব আরোপ করেন।
অনুষ্ঠানে কবি মোফাজ্জল হোসেন বিশ্বাস এক আবেগঘন ঘোষণায় জানান, তিনি তার যাবতীয় স্থাবর ও অস্থাবর সম্পত্তি পাঠাগারের কল্যাণে দান করার প্রতিশ্রুতি দিয়েছেন। এই ঘোষণা উপস্থিত সুধীজনদের মধ্যে ব্যাপক আলোড়ন ও প্রশংসার সৃষ্টি করে।
উপস্থিত অতিথিরা তাদের বক্তব্যে বলেন, এ ধরনের সাহিত্যভিত্তিক আয়োজন সমাজে চিন্তার আলো জ্বালাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অনুষ্ঠানের মাধ্যমে সাহিত্য, সংস্কৃতি ও মানবিক চর্চার পথে আগামীর পথচলার স্পষ্ট দিকনির্দেশনা উঠে আসে।
সভায় উপস্থিত শিক্ষক, সাহিত্য অনুরাগী, লেখক, সাংবাদিক, ব্যাংক কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিরা তাদের মূল্যবান মতামত তুলে ধরেন। তারা সমসাময়িক সামাজিক বাস্তবতা, সাহিত্য সংস্কৃতির ভূমিকা এবং ভবিষ্যৎ প্রজন্মের মানসিক বিকাশে পাঠাগারের গুরুত্ব নিয়ে আলোচনা করেন।
আরও পড়ুন:








