বৃহস্পতিবার

২৫ ডিসেম্বর, ২০২৫ ১০ পৌষ, ১৪৩২

বঙ্গোপসাগরে ট্রলার ডুবি বাবা-ছেলে নিখোঁজ

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: ২৫ ডিসেম্বর, ২০২৫ ১৮:৩৪

শেয়ার

বঙ্গোপসাগরে ট্রলার ডুবি বাবা-ছেলে নিখোঁজ
ছবি: বাংলা এডিশন

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ট্রলারডুবির ঘটনায় বাবা-ছেলে নিখোঁজ রয়েছেন।

জানা যায়, গত বুধবার (২১ ডিসেম্বর) রাঙ্গাবালী উপজেলার বড় বাইশদিয়া ইউনিয়নের চরগঙ্গা বাদঘাট বাজার সংলগ্ন জোমাদ্দার বাড়ির বাসিন্দা মো. সিদ্দিক জোমাদ্দার (৬০) একটি মাছ ধরার ট্রলারে করে একই এলাকার ৬ জন জেলেসহ বঙ্গোপসাগরের উদ্দেশে রওনা দেন। বৃহস্পতিবার গভীর রাতে বঙ্গোপসাগরের পাইপ বয়া স্থানে হঠাৎ ঝড়ের কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার মধ্যরাতে আনুমানিক রাত সারে ১২ টার দিকে গভীর সমুদ্রে প্রবল ঝড় ও উত্তাল ঢেউয়ের মুখে ট্রলারটি নিয়ন্ত্রণ হারিয়ে ডুবে যায়। দুর্ঘটনার পর আশপাশ দিয়ে চলাচলরত কয়েকটি ট্রলারের সহযোগিতায় মো. সিদ্দিক জোমাদ্দারকে উদ্ধার করা হয়।

বাকি পাঁচজনের মধ্যে আরো ৩ জনকে সহ তিনজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়। তবে দুর্ঘটনার পর থেকে মো. সিদ্দিক জোমাদ্দারের বড় ছেলে মো. শামিম জোমাদ্দার এবং তার ১১ বছর বয়সী নাতি সিয়াম জোমাদ্দার নিখোঁজ রয়েছেন। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি।

নিখোঁজদের উদ্ধারে স্থানীয় জেলে, স্বজন ও এলাকাবাসী আশপাশের সমুদ্র এলাকায় অব্যাহতভাবে খোঁজাখুঁজি চালিয়ে যাচ্ছেন। এদিকে বাবা, ছেলে ও নাতিকে নিয়ে একসঙ্গে মাছ ধরতে যাওয়ার হৃদয়বিদারক ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয়রা দ্রুত উদ্ধার অভিযান জোরদার করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন

কুয়াকাটা নৌ-পুলিশ ফারির ইনচার্জ বিকাশ চন্দ্র মন্ডল জানান, ঘটনা শুনে নিখোঁজ পরিবারের সাথে যোগাযোগ করারলে তারা কোন তথ্য দেয়নি।



banner close
banner close