মঙ্গলবার

২৩ ডিসেম্বর, ২০২৫ ৮ পৌষ, ১৪৩২

তারেক রহমানের আগমন ঘিরে বিমানবন্দর এলাকায় পোশাক কারখানা নিয়ে সতর্কতা বিজিএমইএর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩ ডিসেম্বর, ২০২৫ ১৭:৩০

শেয়ার

তারেক রহমানের আগমন ঘিরে বিমানবন্দর এলাকায় পোশাক কারখানা নিয়ে সতর্কতা বিজিএমইএর
সংগৃহীত ছবি

দীর্ঘ ১৭ বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও আশপাশের এলাকায় জনসমাগম বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)। এ প্রেক্ষাপটে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সংশ্লিষ্ট এলাকায় রপ্তানিমুখী তৈরি পোশাক কারখানা পরিচালনার বিষয়ে সতর্কতামূলক পরামর্শ দিয়েছে সংগঠনটি।

বিজিএমইএর ভারপ্রাপ্ত সচিব মো. সাইফুল ইসলামের স্বাক্ষরিত এক নোটিশে বলা হয়েছে, ওইদিন লন্ডন থেকে ঢাকায় পৌঁছাবেন তারেক রহমান। এ উপলক্ষে বিমানবন্দরকেন্দ্রিক এলাকায় বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি এবং যান চলাচলে চাপ সৃষ্টি হতে পারে।

নোটিশে উল্লেখ করা হয়, উত্তরা পূর্ব ও পশ্চিম, উত্তরখান, দক্ষিণখান, খিলক্ষেত, আব্দুল্লাহপুর, তুরাগ, টঙ্গী, পুবাইল, রূপগঞ্জ, কাঞ্চন ব্রিজ ও আশুলিয়ার পূর্বাংশে অবস্থিত পোশাক কারখানাগুলোর শ্রমিক যাতায়াত এবং আমদানি-রপ্তানিসংক্রান্ত পরিবহনে বিঘ্ন ঘটার সম্ভাবনা রয়েছে।

এই পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকার কারখানা মালিকদের সার্বিক বিষয় বিবেচনা করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়ার অনুরোধ জানিয়েছে বিজিএমইএ। প্রয়োজনে শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে আলোচনার মাধ্যমে বৃহস্পতিবারের পরিবর্তে অন্য কোনো দিন দায়িত্ব পালনের ব্যবস্থা করে কারখানায় ছুটি দেওয়া যায় কি না, সেটিও বিবেচনায় রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

এছাড়া জরুরি আমদানি ও রপ্তানি কার্যক্রমে ব্যবহৃত কাভার্ডভ্যান চলাচলের ক্ষেত্রে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বিকল্প সড়ক ব্যবহারের জন্যও অনুরোধ জানিয়েছে সংগঠনটি।

বিজিএমইএ বলছে, শিল্পকারখানার স্বাভাবিক কার্যক্রম বজায় রাখা ও শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতেই এই সতর্কতামূলক পরামর্শ দেওয়া হয়েছে।



আরও পড়ুন:

banner close
banner close