ঢাকার ধামরাইয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আনন্দ মিছিল ও শোভাযাত্রা করছে ধামরাই উপজেলা ও পৌর ছাত্রদলের নেতাকর্মীরা৷
মঙ্গলবার ২৩ ডিসেম্বর ধামরাই পৌরসভার আঈন এলাকা থেকে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে যাত্রাবাড়ি মাঠে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়৷
আনন্দ মিছিল ও শোভযাত্রায় ছাত্রদলের নেতাকর্মীরা তারেক রহমানের দীর্ঘদিনের নির্বাসনের পর দেশে প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়েছে স্লোগানে স্লোগানে মুখরিত হয় পুরো এলাকা৷
এসময় ছাত্রদল নেতাকর্মীরা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরলে দলের অভ্যন্তরে, এমনকি দেশের রাজনীতিতে একটা ইতিবাচক প্রভাব পড়বে।আগামী নির্বাচনে ভোটের পরিবেশ আরও ভালো হবে। দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলাম, স্লোগান দিচ্ছিলাম; তারেক রহমান বিরের বেশে আসবে ফিরে বাংলাদেশে আর মাত্র দু’দিন পরই সেই মাহেন্দ্রক্ষণ। তিনি দীর্ঘদিন প্রবাসে থাকলেও দলের মধ্যে ঐক্য ধরে রেখেছেন। আমরা ধামরাই উপজেলা ও পৌর ছাত্রদলের পক্ষ থেকে ধানের শীষের প্রতিক কে জয়ী করে তারেক রহমানের নেতৃত্ব একটি আধুনিক দেশ গড়তে আমরা কাজ করতে চাই৷
আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সহ সভাপতি ফয়সাল আহমেদ ধামরাই উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সোহেল ধামরাই উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাদ-ই-রাব্বি জিসান সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক আদিত্য সিনিয়র পৌর ছাত্র দলের সভাপতি শেখ খোদানূর রনি সহ উপজেলা ও পৌর ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
আরও পড়ুন:








