সোমবার

২২ ডিসেম্বর, ২০২৫ ৬ পৌষ, ১৪৩২

গলাচিপায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: ২২ ডিসেম্বর, ২০২৫ ০০:৩৮

শেয়ার

গলাচিপায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
ছবি: বাংলা এডিশন

পটুয়াখালীর গলাচিপা পৌরসভা এলাকা থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

গ্রেপ্তারকৃত যুবকের নাম মো. রুহুল ইসলাম ইমন (২০)। তিনি মো. ইউনুস ফকিরের ছেলে এবং মোছা. হোসনে আরার সন্তান। তার স্থায়ী ঠিকানা গলাচিপা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের ১১১, সাগরদী রোড।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্র জানায়, রবিবার (২১ ডিসেম্বর ২০২৫) সন্ধ্যা আনুমানিক ৬টা ২০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে গলাচিপা পৌর এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের সময় ইমনের কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং তাকে ঘটনাস্থল থেকেই গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে গলাচিপা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলাটি ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) ধারার সারনি ১০(ক) অনুযায়ী রুজু করা হয়।

জানিয়েছে, মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে এবং মাদক কারবারের সঙ্গে জড়িত কাউকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।



banner close
banner close