ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে একাধিক ডাকাতি ও চুরির মামলার পলাতক আসামি তৌহিদ (৩০)কে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত তৌহিদের পিতা মাহবুবুর রহমান। তার বাড়ি দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন রসুলপুর এলাকায়।
পুলিশ সূত্রে জানা যায়, আজ রোববার (২১ ডিসেম্বর) বিকেল আনুমানিক পাঁচটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ কেরানীগঞ্জ থানার এএসআই সুজেল জানতে পারেন যে মুন্সিগঞ্জ থেকে একটি ডাকাত দল এলাকায় প্রবেশ করেছে। ওই সংবাদের ভিত্তিতে তাৎক্ষণিকভাবে অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে সাতরাস্তার মাথা এলাকায় তিনজন দুর্বৃত্ত এক ব্যক্তির কাছ থেকে নগদ টাকা, একটি মোবাইল ফোন ও মানিব্যাগ ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে দুর্বৃত্তরা দৌড়ে পালানোর চেষ্টা করলে সোর্সের সহযোগিতায় দক্ষিণ কেরানীগঞ্জ থানার এএসআই সুজেল একাই একজনকে ধাওয়া করে আটক করেন। পরে আটককৃত ব্যক্তির পরিচয় নিশ্চিত হলে তাকে তৌহিদ বলে শনাক্ত করা হয়।
তদন্তে জানা গেছে, তৌহিদের বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় জিআর ৪৩(১০)২৫ নম্বর ডাকাতি মামলা এবং জিআর ২০(৫)১৭ নম্বর চুরি মামলাসহ মোট পাঁচটি মামলা রয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান থানায় জিআর ৪(১১)২০ নম্বর ডাকাতি মামলা, নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানায় ৮(৮)২১ নম্বর অস্ত্র আইনের মামলা এবং ঢাকার লালবাগ ডিএমপিতে ৫(৯)২৪ নম্বর চুরি মামলাসহ একাধিক মামলা বিচারাধীন রয়েছে।
পুলিশি জিজ্ঞাসাবাদে তৌহিদ স্বীকার করে যে, সে প্রায় ৩০ থেকে ৩৫টি ডাকাতি এবং ২০০টিরও বেশি চুরি ও ছিনতাইয়ের ঘটনায় সরাসরি জড়িত। সে কুখ্যাত ডাকাত রাজিব হোসেন রাজুর সহযোগী হিসেবে ঢাকা, মুন্সিগঞ্জসহ বিভিন্ন এলাকায় ডাকাতি ও ছিনতাই কার্যক্রমে অংশ নিত বলেও জানায়।
এ বিষয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। একই সঙ্গে তার সঙ্গে জড়িত অন্যান্য সহযোগীদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
আরও পড়ুন:








