রবিবার

২১ ডিসেম্বর, ২০২৫ ৬ পৌষ, ১৪৩২

সুদানে সন্ত্রাসী ড্রোন হামলায় নিহত সেনা সদস্য মাসুদের বাড়িতে শোকের মাতম

রাজশাহী প্রতিনিধি

প্রকাশিত: ২১ ডিসেম্বর, ২০২৫ ১৯:৩২

শেয়ার

সুদানে সন্ত্রাসী ড্রোন হামলায় নিহত সেনা সদস্য মাসুদের বাড়িতে শোকের মাতম
ছবি: বাংলা এডিশন

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে সুদানের আবেই এলাকায় অবস্থিত জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের ঘাঁটিতে পরিচালিত এক বর্বর সন্ত্রাসী ড্রোন হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর ৬ জন শান্তিরক্ষী শহীদ হন। এতে প্রাণ হারান রাজশাহীর সেনা সদস্য মাসুদও। মাসুদের মৃত্যুতে তার বাড়িতে শোকের মাতম চলছে। আজ দুপুরে সেনাবাহিনীর এ্যাম্বুলেন্সে আনা হয় শহীদ সেনা সদস্য মাসুমের মরদেহ।

নাটোরের লালপুর উপজেলার বোয়ালিয়া পাড়া গ্রামের মৃত সাহার ফরাজির পাঁচ সন্তানের মধ্যে মাসুদ একজন। ২০০৬ সালে সেনাবাহিনীতে যোগ দেন মাসুদ। তার দুই সহোদর জনি ও রনি তারাও সেনাবাহিনীতে কর্মরত।

কাঁদতে কাঁদতে বার বার মুর্ছে পড়ছেন মাসুদের মা ও স্ত্রী। তার এই অকাল মৃত্যুতে শোকে স্তব্ধ হয়ে পড়েছে পরিবার ও এলাকাবাসী। হাজার হাজার মানুষ ভীড় জমিয়েছেন মাসুদকে শেষ দেখা দেখার জন্য। এক মাস আগেই জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে সুদানে যোগ দেন মাসুদ। সেখানকার বর্বর সন্ত্রাসীদের হামলায় মৃত্যুর কোলে ঢোলে পড়েন তিনি। ১৩ ডিসেম্বর রাত ১১টার দিকে তার শহীদ হওয়ার বিষয়টি সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয় তার পরিবারকে। খবর শোনামাত্রই ভেঙে পড়ে পুরো পরিবার। মা মর্জিনা বেগম ছেলের নাম ধরে বারবার চিৎকার করে বলতে থাকেন, ব্যাটা… ব্যাটা। শোকে স্তব্ধ স্ত্রী আঁখি। তার এই অকাল মৃত্যুতে শোকে স্তব্ধ হয়ে পড়েছে পরিবার ও এলাকাবাসী। হাজার হাজার মানুষ ভীড় জমিয়েছেন মাসুদকে শেষ দেখা দেখার জন্য।

পরে দীর্ঘ ৭ দিন পর আজ রবিবার তার নিজ বাড়িতে মরদেহ নিয়ে আসা হয়। বিকেল ৩টা ৪০ মিনিটে রাষ্ট্রীয় ও সেনাবাহিনীর স্বসস্ত্র সালামের জানানো হয়। এরপর জানাজা শেষে তাকে দাফন করা হয়। জানাজায় স্থানীয় প্রশাসন, পুলিশ সহ সেনাবাহিনীর উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরিবারের পক্ষ থেকে জানানো হয়- তাকে নিজ পারিবারিক গোরস্থানে দাফন করা হবে।



banner close
banner close