নিষিদ্ধ ছাত্রলীগের রাজশাহী মহানগর শাখার উপ-গ্রন্থনা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ইরফান খান মেরাজকে গণ/ধোলা/ই দিয়ে পুলিশে দিয়েছে স্থানীয়রা। শনিবার রাতে মহানগরীর রানীবাজার এলাকায় এ ঘটনা ঘটে।জানা গেছে, দীর্ঘদিন সে পলাতক ছিল। শনিবার রাতে তাকে রানীবাজার এলাকায় জুলাই যোদ্ধারা দেখতে পেলে তাকে ধরে গণধোলাই দেন। গণধোলাইয়ের মাঝেই পুলিশ তাকে নিজ হেফাজতে নিয়ে ভ্যানে ওঠায়।
উত্তেজিত জনতা জানায়, এরাই এদেশের শত্রু। দেশকে এই নিষিদ্ধ ঘোষিত যুবলীগ, ছাত্রলীগ আওয়ামী লীগরাই অস্থির করে রেখেছে এবং ওসমান হাদির মতো দেশপ্রেমিকদের গোপনে গুলি করে হত্যা করছে।
এ বিষয়ে বোয়ালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল ইসলাম বলেন, মামলাতে প্রেরণ করা হয়েছে, কোর্টে। বিস্তারিত ঘটনা জানতে চাইলে তিনি জানাতে আপত্তি জানান এবং ফোন রেখে দেন।
আরও পড়ুন:








