ঝালকাঠি পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা আফজাল হোসেন রানাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (২১ ডিসেম্বর) দুপুর ১টার দিকে ঝালকাঠি শহরের আড়ৎদারপট্টি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, ঝালকাঠি সদর থানার জিআর মামলা নং ২২১/২৪ তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: ইমতিয়াজ আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, রাজনৈতিক একটি মামলায় ঝালকাঠি পৌর এলাকা থেকে আফজাল হোসেন রানাকে গ্রেপ্তার করা হয়েছে।
উল্লেখ্য, ২০১৬ সালের ডিসেম্বর মাসে অনুষ্ঠিত এক রাজনৈতিক আলোচনায় “দিনের ভোট রাতে কেন হবে” মন্তব্যকে কেন্দ্র করে সাবেক সংসদ সদস্য আমির হোসেন আমুর সঙ্গে তর্ক-বিতর্কে জড়ান আফজাল হোসেন রানা। এ ঘটনার জেরে পরবর্তীতে তাকে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক পদসহ দলীয় সকল পদ থেকে বহিষ্কার করা হয়।
গ্রেপ্তারের ঘটনায় এলাকায় নানা আলোচনা ও প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
আরও পড়ুন:








