বাংলা এডিশনের ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধিকে হুমকি দিয়েছে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার রামরাইল ইউনিয়ন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সভাপতি সন্ত্রাসী মুরতাসিম রিয়াদ।
গত ২০ ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়ার স্থানী অনলাইন ভয়েস অব ব্রাহ্মণবাড়িয়া ২৪ এ ''শহীদ ওসমান হাদীর মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়ার পলাতক ছাত্রলীগ নেতাকর্মীদের উল্লাস'' শিরোনামে একটি সংবাদ প্রকাশ করা হয়৷ সেই অনলাইনের পরিচালনা পর্ষদে রয়েছেন বাংলা এডিশনের ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি মোছাব্বির হাসান সজীব।
সজীবকে উদ্দেশ্য করে সেই নিউজের কমেন্টে সন্ত্রাসী মুরতাসিম লিখেন - ''সজীব তুই পাইবে এর বেশি কিছু কইতাম না ইডা সিউর থাক তুই পাইবে স্ক্রিনশট দিয়া থয়া রাখ, তুই পাইবে পুত''।
সন্ত্রাসী মুরতাসিম রিয়াদ ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার রামরাইল ইউনিয়নে বসবাস করেন। তার বিস্তারিত ঠিকানা জানার চেষ্টা করা হচ্ছে৷
জানা যায়, বিগত আওয়ামী লীগ সরকারের সময় রিয়াদ ছাত্রলীগের অস্ত্রধারী ক্যাডার হিসেবে পরিচিত ছিল৷ রিয়াদ তার সামাজিক যোগাযোগ মাধ্যমে নিক নেম হিসেবে গুণ্ডা রিয়াদ নাম লিখে রেখেছেন৷
বিভিন্ন সূত্রে জানা যায়, রিয়াদ মারপিট, জখমে সিদ্ধহস্ত। নৃশংসভাবে মানুষ পেটানো তার শখ। রিয়াদের নৃশংসতায় আকৃষ্ট হয়ে সাবেক গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী র আ ম ওবায়দুল মোকতাদির চৌধুরী রিয়াদকে বডিগার্ড হিসেবে সঙ্গে রাখতেন।
ব্রাহ্মণবাড়িয়ার নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক সেক্রেটারি শোভনের গ্রামের বাড়ির ছেলে রিয়াদ শোভনের হাত ধরেই অন্ধকার পথে নামেন৷ ছাত্রলীগের পেটুয়া বাহিনীতে যোগ দেন।
রিয়াদের এক ফেসবুক পোস্টে জানা যায়, আত্মহত্যা করে মরে যাওয়া ব্রাহ্মণবাড়িয়া ছাত্রলীগের অপর এক সন্ত্রাসী রকির সঙ্গে 'আপা'র হুকুম পেলে ব্রাহ্মণবাড়িয়ায় মেসাকার করার পরিকল্পনা করছিলেন তারা।
এবিষয়ে বাংলা এডিশনের ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি স্থানীয় সদর মডেল থানায় একটি সাধারন ডায়েরি করেছেন।
এব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, এ বিষয়ে সাংবাদিক মোছাব্বির হাসান সজীব একটি সাধারণ ডায়েরি করেছেন। আমরা দ্রুত এ বিষয়ে ব্যবস্থা নিচ্ছি।
আরও পড়ুন:








