রবিবার

২১ ডিসেম্বর, ২০২৫ ৬ পৌষ, ১৪৩২

ফরিদপুরে মোটরসাইকেল চোর চক্রের গ্রেপ্তার সাত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১ ডিসেম্বর, ২০২৫ ১৬:২১

শেয়ার

ফরিদপুরে মোটরসাইকেল চোর চক্রের গ্রেপ্তার সাত
ছবি: সংগৃহীত

ফরিদপুর সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মোটরসাইকেল চোর চক্রের সাত সদস্যকে গ্রেপ্তার করেছে কোতয়ালী থানা পুলিশ।

সম্প্রতি শহরে বেশ কয়েকটি মোটরসাইকেল চুরির ঘটনায় মামলা হলে অভিযানে নামে পুলিশ।

শনিবার রাতভর অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় চুরি হওয়া দুটি মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ।

অভিযান পরিচালনাকারী এস আই নুর হোসেন জানান, গ্রেপ্তার হওয়া সাতজন প্রফেশনাল চোর। ওরা নিয়মিতভাবে মোটরসাইকেল ও অটোরিকসা চুরি করে। ওদের কাছে বিশেষ চাবি আছে যেটা যেকোন মোটরসাইকেল চালু করা যায়। এরআগেও এরা পুলিশের কাছে গ্রেপ্তার হয়েছে। জামিনে বের হয়ে আবারো চুরি করে।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন, শহরের আলীপুর গোরস্থান এলাকার মামুন মোল্লার ছেলে তামিম মোল্লা, আলীপুর কানাই মাতুব্বরের মোড়ের সরোয়ার হোসেনের ছেলে আনিক ইসলাম, একই এলাকার ইউনুছ শেখের ছেলে রাতুল শেখ, চরমাধবদিয়া ইউনিয়নের হামেদ মুন্সী ডাঙ্গীর আনোয়ার শেখের ছেলে লিয়ন শেখ, শহরের শোভারামপুর এলাকার সাইদা গাছীর ছেলে সিদ্দিক সরদার, সদর উপজেলার ইব্রাহিমদী গ্রামের আব্দুল মান্নানের ছেলে এনামুল ও নড়াইল জেলার নড়াগাতী থানার চান্দেরচর গ্রামের মুক্তার শেখের ছেলে সাব্বির হোসেন।

থানা সূত্রে জানাগেছে, গত শুক্রবার দুপুরে শহরের রঘুনন্দনপুর এলাকা থেকে জুনায়েদ হাবিব নামের এক শিক্ষকের মোটরসাইকেল চুরি হয়। এই ঘটনার সিসি ক্যামেরা ফুটেজ ফেসবুকে ছড়িয়ে পড়লে প্রাথমিকভাবে চোরের পরিচয় জানা যায়। পরে পুলিশ তাদের অবস্থান নিশ্চিত হয়ে অভিযান চালিয়ে প্রথমে তামিম ও অনিককে গ্রেপ্তার করে। এসময় তারা মোটরসাইকেল ‍চুরির কথা স্বীকার করে। পরে ওদের দেয়া তথ্য অনুযায়ী বাকিদের গ্রেপ্তার করা হয় এবং তাদের কাছ থেকে মোটরসাইকেল উদ্ধার করা হয়।

ফরিদপুর কোতয়ালী থানার ওসি শহিদুল ইসলাম বলেন,আরো কয়েকজন এই চক্রের সাথে জড়িত রয়েছে। তাদের কাছে আরো একটি মোটর সাইকেলও রয়েছে। তাদের গ্রেপ্তারের অভিযান অব্যহত রয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে কোতয়ালী থানার একাধিক মামলা রয়েছে। দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হবে।



banner close
banner close