রবিবার

২১ ডিসেম্বর, ২০২৫ ৬ পৌষ, ১৪৩২

বাড়িতে কেউ না থাকার সুযোগে বাঁশখালীতে দুর্ধর্ষ চুরি; নগদ টাকা-স্বর্ণালংকার লুট

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: ২১ ডিসেম্বর, ২০২৫ ১৬:১২

শেয়ার

বাড়িতে কেউ না থাকার সুযোগে বাঁশখালীতে দুর্ধর্ষ চুরি; নগদ টাকা-স্বর্ণালংকার লুট
ছবি: বাংলা এডিশন

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার শীলকূপ ইউনিয়নের বড়ুয়া পাড়ায় সংঘটিত হয়েছে এক দুর্ধর্ষ চুরির ঘটনা। শনিবার দিবাগত রাতে শীলকূপ ৮ নম্বর ওয়ার্ড এলাকায় স্থানীয় জয়সেন বড়ুয়ার বাড়িতে একদল দুস্কৃতিকারী তালা ভেঙে প্রবেশ করে নগদ অর্থ ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, চোরেরা বাড়ির মূল দরজার দুটি তালা এবং ভেতরের আরেকটি দরজার দুটি তালা ভেঙে ঘরের ভেতরে প্রবেশ করে। এরপর তারা আলমিরাসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে নগদ প্রায় ৪০ হাজার টাকা এবং সাড়ে ৪ থেকে ৫ ভরি স্বর্ণালংকার লুট করে নেয়।

ঘটনার সময় বাড়ির মালিক জয়সেন বড়ুয়া ও তাঁর স্ত্রী বাড়িতে উপস্থিত ছিলেন না। চিকিৎসাজনিত কারণে তাঁরা চট্টগ্রাম শহরে অবস্থান করছিলেন। ঘটনার পরদিন সরেজমিনে গিয়ে দেখা যায়, ঘরের ভেতরে আলমিরা ভাঙা অবস্থায় পড়ে রয়েছে এবং বিভিন্ন আসবাবপত্র তছনছ করা হয়েছে।

এ বিষয়ে জয়সেন বড়ুয়া বলেন, 'ঘটনার আগের দিন আমি ও আমার স্ত্রী চিকিৎসার জন্য শহরে যাই।নাতি-নাতনিদের পড়াশোনার কারণে আমরা প্রায়ই শহরে থাকি এবং প্রতি সপ্তাহে বাড়িতে আসি। আমাদের অনুপস্থিতির সুযোগ নিয়ে চোরের দল দরজার তালা ভেঙে ঘরে ঢুকে স্বর্ণালংকার ও নগদ টাকাসহ প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে যায়। পরদিন সকালে স্থানীয়রা ফোন করলে বাড়িতে এসে দেখি সবকিছু লুট হয়ে গেছে।

এদিকে পাশের একটি বাড়ির সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, মুখ ঢাকা চারজনের একটি দল শার্ট পরিহিত অবস্থায় চুরি শেষে মালামাল নিয়ে এলাকা ত্যাগ করছে। ফুটেজটি তদন্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন স্থানীয়রা।

ঘটনার পর বিষয়টি বাঁশখালী থানায় অবহিত করা হয়েছে। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় বাসিন্দারা সুষ্ঠু তদন্তের মাধ্যমে দ্রুত চোরদের শনাক্ত করে আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন।



banner close
banner close