নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ডাকাতির প্রস্তুতিকালে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় উপজেলার সোনাখালী এলাকায় ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের পাশ থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো, সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের সোনাখালী গ্রামের রফিকুল ইসলাম বক্সের ছেলে সেন্টু, সনমান্দী গ্রামের হযরত আলীর ছেলে আমির হোসেন, মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলার মনাইকান্দি গ্রামের সবুজ মিয়া এবং নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকার সিরাজ মিয়ার ছেলে ইব্রাহিম।
বিষয়টি নিশ্চিত করে সোনারগাঁ থানার ওসি মহিবুল্লাহ্ বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, একদল ডাকাত মহাসড়কের পাশে অবস্থান নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। পরে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করে।’
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। তাদের পূর্বে কোনো অপরাধের সংশ্লিষ্টতা রয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
আরও পড়ুন:








