নারায়ণগঞ্জে ধলেশ্বরী নদী পারাপারের সময় একটি ফেরি থেকে ট্রাকসহ পাঁচটি যানবাহন নদীতে পড়ে গেছে। এ ঘটনায় একজন ব্যক্তি নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে নৌ পুলিশ।
শনিবার (২০ ডিসেম্বর) রাত আনুমানিক ৯টার দিকে মাঝনদীতে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বক্তাবলী নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. রকিবুজ্জামান।
তিনি জানান, বক্তাবলীর পূর্বপাশের ঘাট থেকে যাত্রী ও যানবাহন নিয়ে ফেরিটি যাত্রা শুরু করে। মাঝনদীতে পৌঁছানোর পর হঠাৎ একটি ট্রাক চালু হয়ে যায়।
এ সময় ট্রাকটির সামনে থাকা একটি মোটরসাইকেল, দুটি ব্যাটারিচালিত অটোরিকশা ও একটি ভ্যানগাড়িসহ মোট পাঁচটি যানবাহন ফেরি থেকে ছিটকে নদীতে পড়ে যায়।
দুর্ঘটনার পর ট্রাকচালক সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও ভ্যানগাড়ির চালক নিখোঁজ রয়েছেন বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।
তিনি আরও বলেন, ধারণা করা হচ্ছে ফেরিতে ওঠানোর পরও ট্রাকটি গিয়ারে ছিল। হঠাৎ করে ট্রাকটি চালু হয়ে যাওয়ায় চালক স্টিয়ারিংয়ের নিয়ন্ত্রণ রাখতে পারেননি। ফলে একের পর এক যানবাহন নদীতে পড়ে যায়। পাঁচটি যানবাহনই বর্তমানে পানিতে তলিয়ে রয়েছে।
নিখোঁজ ব্যক্তিকে উদ্ধার এবং ডুবে যাওয়া যানবাহন উদ্ধারে দ্রুত অভিযান শুরু করা হবে বলেও জানান নৌ পুলিশের এই কর্মকর্তা।
আরও পড়ুন:








