সরকারি দায়িত্ব থেকে সরে দাঁড়িয়ে ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনে বিএনপির ধানের শীষ প্রতীকে সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। তিনি জানিয়েছেন, আগামী ২৮ তারিখে অ্যাটর্নি জেনারেলের পদ ছাড়ার পরই মনোনয়নপত্র জমা দেবেন।
শনিবার (২০ ডিসেম্বর) বিকেলে শৈলকুপা উপজেলা বিএনপির আয়োজনে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির রুহের মাগফিরাত ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।
অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেন, এলাকার উন্নয়ন এবং সন্ত্রাসমুক্ত শৈলকুপা গড়ার লক্ষ্যে তিনি সংসদ সদস্য হতে চান। তিনি জানান, বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশনা অনুযায়ী ধানের শীষ প্রতীকেই তিনি নির্বাচন করবেন। আগামী ২৮ তারিখ থেকে তিনি সরাসরি ভোটের মাঠে নেমে ২৪ ঘণ্টা দলীয় নেতাকর্মীদের সঙ্গে কাজ করবেন বলেও জানান।
নেতাকর্মীদের উদ্দেশে দেওয়া বক্তব্যে তিনি বলেন, একটি রাজনৈতিক দলের নারী কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ‘জান্নাতের টিকিট’ দেওয়ার কথা বলে মানুষকে বিভ্রান্ত করছে। তিনি বলেন, ইসলাম অনুযায়ী জান্নাত ও জাহান্নামের ফয়সালা আল্লাহ তাআলাই করবেন। ভোটের স্বার্থে এমন প্রচারণাকে তিনি অনৈসলামিক ও বিভ্রান্তিকর আখ্যা দেন এবং এসব ভুল ধারণা মানুষের মন থেকে দূর করার জন্য নেতাকর্মীদের আহ্বান জানান।
দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজ, সাংগঠনিক সম্পাদক মুস্তাফিজুর রহমান তুর্কী, সহ-সাধারণ সম্পাদক বাবলু মোল্লাসহ উপজেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
আরও পড়ুন:








