শনিবার

২০ ডিসেম্বর, ২০২৫ ৫ পৌষ, ১৪৩২

ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলায় ওসমান হাদিকে হত্যা করা হয়েছে: রফিকুল ইসলাম খান

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২০ ডিসেম্বর, ২০২৫ ২১:০০

আপডেট: ২০ ডিসেম্বর, ২০২৫ ২১:০৩

শেয়ার

ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলায় ওসমান হাদিকে হত্যা করা হয়েছে: রফিকুল ইসলাম খান
ছবি: বাংলা এডিশন

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় মরহুম শরিফ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, বিভিন্ন আন্দোলনের প্রেক্ষাপট এবং রাষ্ট্রীয় দায়িত্ব পালনের বিষয়গুলো তুলে ধরা হয়।

শনিবার (২০ ডিসেম্বর) বিকেলে উল্লাপাড়া পৌর এলাকার উন্মুক্ত মঞ্চে এ আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান।

অনুষ্ঠানে বক্তারা জানান, দেশের রাজনৈতিক ও সামাজিক আন্দোলনের ধারাবাহিকতায় বিভিন্ন সময়ে নেতাকর্মীরা সহিংসতার শিকার হয়েছেন। তারা এসব ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন। একই সঙ্গে রাজনৈতিকভাবে সক্রিয় ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব হিসেবে তুলে ধরা হয়।

আলোচনা সভায় আরও বলা হয়, অতীতের বিভিন্ন আন্দোলন ও ত্যাগের ফলেই বর্তমান রাজনৈতিক বাস্তবতা তৈরি হয়েছে। এসব প্রেক্ষাপটে সহিংসতা ও হত্যাকাণ্ডের ঘটনায় স্বচ্ছ তদন্ত এবং বিচার নিশ্চিত হলে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধ করা সম্ভব হবে।

অনুষ্ঠান শেষে মরহুম ওসমান হাদীর রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

উপজেলা জামায়াতের দপ্তর সম্পাদক মাওলানা আব্দুল বারীর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমীর ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক শাহজাহান আলি।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর ডা. নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম, সাবেক সেক্রেটারি আলাউদ্দিন আল আজাদ, উপজেলা প্রচার ও মিডিয়া সম্পাদক আশরাফুল আলম (মুত্তালিব), পৌর জামায়াতের আমীর আব্দুল করিম, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি বাবুল আকন্দ, যুব বিভাগের সভাপতি আতাউর রহমানসহ স্থানীয় ও দলীয় নেতৃবৃন্দ।



banner close
banner close