শনিবার

২০ ডিসেম্বর, ২০২৫ ৫ পৌষ, ১৪৩২

শহীদ শরিফ ওসমান হাদির স্মরণে বগুড়া ও শাজাহানপুরে জামায়াতের দোয়া মাহফিল

বিশেষ প্রতিনিধি

প্রকাশিত: ২০ ডিসেম্বর, ২০২৫ ১৯:২৭

শেয়ার

শহীদ শরিফ ওসমান হাদির স্মরণে বগুড়া ও শাজাহানপুরে জামায়াতের দোয়া মাহফিল
ছবি: সংগৃহীত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই যোদ্ধা শহীদ শরিফ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনায় বগুড়া শহর ও শাজাহানপুর উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে পৃথক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার বিকেলে বগুড়া শহর জামায়াতে ইসলামীর আয়োজনে আইন কলেজ মাঠে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। শহর জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক মাওলানা আব্দুল হালিম বেগের সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শহর জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল।

সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট আল আমিনের পরিচালনায় অনুষ্ঠিত মাহফিলে আরও বক্তব্য রাখেন শহর সেক্রেটারি অধ্যাপক আ স ম আব্দুল মালেক, অধ্যাপক রফিকুল আলম, আজগর আলী, মাওলানা হেদায়েতুল ইসলাম, অধ্যাপক আব্দুস সালাম তুহিন, মাওলানা আব্দুল হামিদ বেগ, অধ্যক্ষ ইকবাল হোসেন, মিজানুর রহমান ও আজাহার আলী প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল বলেন, “আধিপত্যবাদ ও ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সাহসী কণ্ঠ শহীদ শরিফ ওসমান হাদিকে হত্যা করলেও লক্ষ লক্ষ হাদি তৈরি হয়েছে। হত্যা করে চলমান আন্দোলন বন্ধ করা যাবে না।

এরপর একই দিন বিকাল ৫টায় শাজাহানপুর উপজেলার মাঝিড়াস্থ আল্লামা ফকির আল্লামা আব্দুর রহমান মিলনায়তনে উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে আরেকটি দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে শহীদ হাদির জীবন, সংগ্রাম ও আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।

উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি হাফেজ মোকলেছুর রহমান মুকুলের সঞ্চালনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন শাজাহানপুর উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও মাঝিড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা আব্দুস সালাম।

তিনি বলেন, “শহীদ শরিফ ওসমান হাদি জুলুম-নিপীড়নের বিরুদ্ধে আপসহীন সংগ্রামের প্রতীক। তার শাহাদাত ইসলামী আন্দোলনের পথচলাকে আরও বেগবান করবে এবং আগামী প্রজন্মকে সত্য ও ন্যায়ের পক্ষে অবিচল থাকতে অনুপ্রাণিত করবে।



banner close
banner close