মেহেরপুরের মুজিবনগরে ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আরিফুল হক মিঠুকে বিদেশি অস্ত্র ও গুলিসহ গ্রেফতার করেছে যৌথ বাহিনী।
শুক্রবার দিবাগত মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও র্যাব-১২ এর একটি যৌথ দল মুজিবনগর উপজেলার মহাজনপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে নিজ বাড়ি থেকে আটক করে।
আটককৃত আরিফুল হক মিঠু মহাজনপুর গ্রামের রেজাউল হকের ছেলে ও মুজিবনগরে মহাজনপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক।
যৌথবাহিনী ও স্থানীয় সূত্রে জানা গেছে, আরিফুল হক মিঠুর কাছ থেকে একটি ৭.৬৫ মি. মি. পিস্তল, একটি ম্যাগাজিন এবং দুই রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।
এ ছাড়া তার বিরুদ্ধে চাঁদাবাজি, ধর্ষণ, বিস্ফোরক সংক্রান্ত অপরাধসহ বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ করে তার গ্রেপ্তারের দাবিতে ২০২৩ সালে এলাকাবাসী সমাবেশ ও বিক্ষোভ কর্মসূচি পালন করে।
মুজিবনগর থানার ওসি জাহিদুল ইসলাম বলেন, আটককৃত আরিফুল ইসলামের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে মেহেরপুর আদালতে পাঠানো হবে।
আরও পড়ুন:








