শনিবার

২০ ডিসেম্বর, ২০২৫ ৫ পৌষ, ১৪৩২

মেহেরপুরে বিদেশি অস্ত্রসহ যুবলীগ নেতা গ্রেপ্তার

মেহেরপুর প্রতিনিধি

প্রকাশিত: ২০ ডিসেম্বর, ২০২৫ ১৬:০৪

আপডেট: ২০ ডিসেম্বর, ২০২৫ ১৮:১৪

শেয়ার

মেহেরপুরে বিদেশি অস্ত্রসহ যুবলীগ নেতা গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

মেহেরপুরের মুজিবনগরে ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আরিফুল হক মিঠুকে বিদেশি অস্ত্র ও গুলিসহ গ্রেফতার করেছে যৌথ বাহিনী।

শুক্রবার দিবাগত মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও র‌্যাব-১২ এর একটি যৌথ দল মুজিবনগর উপজেলার মহাজনপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে নিজ বাড়ি থেকে আটক করে।

আটককৃত আরিফুল হক মিঠু মহাজনপুর গ্রামের রেজাউল হকের ছেলে ও মুজিবনগরে মহাজনপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক।

যৌথবাহিনী ও স্থানীয় সূত্রে জানা গেছে, আরিফুল হক মিঠুর কাছ থেকে একটি ৭.৬৫ মি. মি. পিস্তল, একটি ম্যাগাজিন এবং দুই রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।

এ ছাড়া তার বিরুদ্ধে চাঁদাবাজি, ধর্ষণ, বিস্ফোরক সংক্রান্ত অপরাধসহ বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ করে তার গ্রেপ্তারের দাবিতে ২০২৩ সালে এলাকাবাসী সমাবেশ ও বিক্ষোভ কর্মসূচি পালন করে।

মুজিবনগর থানার ওসি জাহিদুল ইসলাম বলেন, আটককৃত আরিফুল ইসলামের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে মেহেরপুর আদালতে পাঠানো হবে।



banner close
banner close