পঞ্চগড়ের তেঁতুলিয়ায় টানা এক সপ্তাহের বেশি সময় ধরে মৃদু শৈত্যপ্রবাহের পর তাপমাত্রা কিছুটা বেড়েছে। তবে কমেনি শীতের দাপট। সকালে কনকনে শীত অনুভূত হচ্ছে।
শনিবার সকাল নয়টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯১ শতাংশ। এদিন কুয়াশা না থাকলেও সকাল নয়টা পর্যন্ত সূর্যের দেখা মেলেনি। আর্দ্রতা বেশি থাকায় ঠান্ডার অনুভূতি ছিল তীব্র।
এর আগের দিন শুক্রবার সকাল নয়টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল নয় দশমিক আট ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল ৭৩ শতাংশ। দেশের সর্বনিম্ন তাপমাত্রা এক সপ্তাহের বেশি সময় ধরে তেঁতুলিয়াতেই রেকর্ড হচ্ছিল। শুক্রবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা উঠেছিল ২৫ দশমিক আট ডিগ্রি সেলসিয়াসে।
এ ছাড়া বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিলো দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস। সেদিন বাতাসের আর্দ্রতা ছিল ৭২ শতাংশ এবং বাতাসের গতিবেগ ছিলো ঘণ্টায় আট থেকে ১০ কিলোমিটার। দিনের সর্বোচ্চ তাপমাত্রা উঠেছিলো ২৮ ডিগ্রি সেলসিয়াসে।
গত কয়েক দিন ধরে তেঁতুলিয়ায় তাপমাত্রা নয় ডিগ্রির ঘরেই ঘোরাফেরা করেছে।
চলতি শীত মৌসুমে তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় গত ১১ ডিসেম্বর। সেদিন পারদ নেমে আসে আট দশমিক নয় ডিগ্রি সেলসিয়াসে, যা এ মৌসুমে দেশের সর্বনিম্ন তাপমাত্রা হিসেবে বিবেচিত হচ্ছে।
আরও পড়ুন:








