শুক্রবার

১৯ ডিসেম্বর, ২০২৫ ৪ পৌষ, ১৪৩২

পটুয়াখালীতে দুই কোটি টাকার জাটকা ও সামুদ্রিক মাছ জব্দ

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: ১৯ ডিসেম্বর, ২০২৫ ২২:৩০

শেয়ার

পটুয়াখালীতে দুই কোটি টাকার জাটকা ও সামুদ্রিক মাছ জব্দ
ছবি: বাংলা এডিশন

পটুয়াখালী সদর টোল প্লাজা সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন কোস্ট গার্ড।

অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক ১টি পিকআপ তল্লাশি করে প্রায় ২ কোটি ১ লক্ষ ২৫ হাজার টাকা মূল্যের ৮ হাজার ৫০ কেজি শাপলাপাতা মাছ এবং পরিত্যক্ত অবস্থায় ২০ লক্ষ ৬৫ হাজার টাকা মূল্যের ২ হাজার ৯৫০ কেজি জাটকা জব্দ করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুর ১২টায় কোস্ট গার্ড স্টেশন পটুয়াখালী, মৎস্য অধিদপ্তর এবং বন বিভাগের সমন্বয়ে অভিযান পরিচালনা করা হয়।

এসময় পিকআপ চালক ও হেল্পারের মুচলেকা নিয়ে পিকআপ ছেড়ে দেওয়া হয়।

জব্দকৃত জাটকা উপজেলা মৎস্য প্রতিনিধির উপস্থিতিতে স্থানীয় মাদ্রাসা ও গরীব দুঃস্থদের মাঝে বিতরণ করা হয় এবং শাপলাপাতা মাছ রেঞ্জ সহকারী বন বিভাগ, পটুয়াখালী এর উপস্থিতিতে ধ্বংসের নিমিত্তে মাটিতে পুঁতে রাখা হয়।

মৎস্য সম্পদ এবং বিলুপ্তপ্রায় প্রাণী রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে জানিয়েছেন।



banner close
banner close