শনিবার

২০ ডিসেম্বর, ২০২৫ ৪ পৌষ, ১৪৩২

‘ডেভিল হান্ট ফেজ–২’ অভিযানে শাজাহানপুরে আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার

বিশেষ প্রতিনিধি, বগুড়া

প্রকাশিত: ১৯ ডিসেম্বর, ২০২৫ ২২:২৫

শেয়ার

‘ডেভিল হান্ট ফেজ–২’ অভিযানে শাজাহানপুরে আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার
ছবি: বাংলা এডিশন

বগুড়ার শাজাহানপুর উপজেলায় চলমান বিশেষ অভিযান ‘ডেভিল হান্ট ফেজ–২’-এর অংশ হিসেবে আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

শুক্রবার (১৯ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন শাহজাহানপুর থানার ওসি তৌহিদুল ইসলাম।

গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন শাজাহানপুর উপজেলা আওয়ামী লীগের সদস্য রেজাউল করিম (৪৩)। তিনি মৃত মহসিনের ছেলে এবং উপজেলার খাদাস পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা। অপর গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন ০৯ নম্বর আমরুল ইউনিয়নের ০৮ নম্বর ওয়ার্ড আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেন (৩৫)। তিনি উপজেলার ক্ষুদ্র ফুলকোট গ্রামের মৃত আনোয়ার হোসেনের ছেলে।

বগুড়ার শাহজাহানপুর থানার ওসি তোহিদুল ইসলাম জানান, এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে এই ধরনের বিশেষ অভিযান চলমান থাকবে।



banner close
banner close