শুক্রবার

১৯ ডিসেম্বর, ২০২৫ ৪ পৌষ, ১৪৩২

ওসমান হাদির মৃত্যু: আজকের দিনজুড়ে যে ঘটনাগুলো ঘটেছে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯ ডিসেম্বর, ২০২৫ ২১:২৭

শেয়ার

ওসমান হাদির মৃত্যু: আজকের দিনজুড়ে যে ঘটনাগুলো ঘটেছে
সংগৃহীত ছবি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুতে শোক ও ক্ষোভে উত্তাল হয়ে উঠেছে দেশ। বৃহস্পতিবার রাতে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর থেকেই ছাত্র-জনতা রাজপথে নেমে আসে। সেই ধারাবাহিকতায় শুক্রবারও ঢাকা ও দেশের বিভিন্ন অঞ্চলে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করে।

আজকের দিনের উল্লেখযোগ্য ঘটনাগুলো এক নজরে তুলে ধরা হলো—

ঢাকায় গুলিবিদ্ধ হওয়ার পর চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া শরিফ ওসমান হাদির মরদেহ শুক্রবার দেশে ফিরেছে। এদিনই তার মরদেহ বাংলাদেশে আনা হয়।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কার্যালয় জানিয়েছে, আগামীকাল শনিবার জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে দুপুর ২টায় (গ্রিনিচ সময় সকাল ৮টা) হাদির জানাজা অনুষ্ঠিত হবে। এর আগে এক প্রতিক্রিয়ায় ড. ইউনূস হাদির মৃত্যুকে দেশের রাজনৈতিক ও গণতান্ত্রিক পরিসরের জন্য ‘অপূরণীয় ক্ষতি’ হিসেবে উল্লেখ করেন।

দেশের বিভিন্ন এলাকায় রাতভর অগ্নিসংযোগ ও সহিংস ঘটনার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে ইনকিলাব মঞ্চ। সংগঠনটি তাদের সমর্থকদের সহিংসতা থেকে বিরত রাখতে সক্রিয় থাকার আহ্বান জানিয়েছে।

হাদির হত্যার বিচারের দাবিতে রাজধানীর উত্তরে গাজীপুর শহরে মহাসড়ক অবরোধ করেন বিক্ষোভকারীরা। এতে ওই এলাকায় যান চলাচল ব্যাহত হয়।

এই হত্যাকাণ্ডে শোক ও নিন্দা জানিয়েছে দেশের অন্যতম দুই রাজনৈতিক দল বিএনপি ও জামায়াতে ইসলামী। পৃথক বিবৃতিতে দল দুটি দ্রুত, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের দাবি জানিয়েছে।

শুক্রবার সন্ধ্যায় রাজধানীর তোপখানা রোডে উদীচী শিল্পী গোষ্ঠীর কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। আগুন দেওয়ার ঘটনায় এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়।

হাদির দাফন নিয়ে প্রাথমিক সিদ্ধান্তের কথা জানিয়েছেন তার সমর্থকরা। তাদের মতে, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশেই তাকে সমাহিত করা হতে পারে।

হাদির হত্যাকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ জানিয়ে দ্রুত, নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্তের আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক প্রধান ভলকার টুর্ক।

হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

এদিকে, হাদি হত্যার প্রতিবাদে চট্টগ্রামে ‘কফিন মিছিল’ করেছে জুলাই ঐক্য। এতে জুলাই আন্দোলনের সম্মুখ সারির কর্মীরা অংশ নেন। পাশাপাশি দেশের বিভিন্ন এলাকায় রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনগুলো পৃথক কর্মসূচির মাধ্যমে প্রতিবাদ জানায়।



banner close
banner close