সিরাজগঞ্জের বেলকুচিতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার জুমার নামাজ শেষে আল-আমান বাহেলা খাতুন জামে মসজিদের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বেলকুচি আঞ্চলিক সড়ক প্রদক্ষিণ করে মুকুন্দগাঁতী বাসস্ট্যান্ডের যাত্রীছাউনির সামনে গিয়ে শেষ হয়। সেখানে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার সচেতন নাগরিকরা উপস্থিত ছিলেন। তারা হাদির হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানান। পাশাপাশি আওয়ামী লীগের বিচার কার্যক্রম দ্রুত সম্পন্ন করার আহ্বান এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। সমাবেশ শেষে মরহুম হাদির আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন জেলা ছাত্রশিবিরের সভাপতি আব্দুল আজিজ, বায়তুলমাল সম্পাদক এরশাদ আলী, উপজেলা পৌর বিএনপির সাবেক আহ্বায়ক আলতাফ হোসেন, জেলা জাতীয় যুবশক্তির সদস্যসচিব মুসা হাশেমী, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি ইউসুফ বাবু, উপজেলা ইসলামী আন্দোলনের সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম এবং খেলাফত মজলিসের প্রতিনিধি আবু মুসা। এ সময় স্থানীয় ছাত্র-জনতাও উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত শুক্রবার (১২ ডিসেম্বর) গণসংযোগ চলাকালে বেলকুচির বিজয়নগর এলাকায় হামলার শিকার হন শরিফ ওসমান হাদি। চলন্ত রিকশায় থাকা অবস্থায় একটি মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্ত তাকে গুলি করে। গুলিটি তার মাথায় লাগলে তিনি গুরুতর আহত হন। দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় এবং অস্ত্রোপচার করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
চিকিৎসকরা তখন তার অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে জানান। সোমবার দুপুরে এয়ার অ্যাম্বুলেন্সে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় স্থানীয় সময় বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে তার মৃত্যু হয়। মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে সারাদেশে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়।
আরও পড়ুন:








