জুলাই আন্দোলনের সম্মুখ সারির যোদ্ধা শরিফ ওসমান হাদির প্রতিকী কফিন কাধেঁ নিয়ে ব্যাতিক্রমি বিক্ষোভ করেছে ভোলার ছাত্র জনতা সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
ফ্ল্যাসিষ্টরা পরিকল্পিত ভাবে হাদিকে হত্যার অভিযোগে, অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতা ও ভারতীয় আধিপত্যের প্রতিবাদে বাদ জুম্মা শহরের কেন্দ্রীয় হাটখোলা মসজিদ চত্বর থেকে সর্বস্তরের জনগণের উপস্থিতিতে বিক্ষোভ মিছিল সহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নতুন বাজার চত্বরে পৌঁছে এক সংক্ষিপ্ত সমাবেশ করেন।
ভোলার সর্বস্তরের ছাত্র-জনতার আয়োজনে এতে শিক্ষার্থী, শিক্ষক, ব্যবসায়ী, শ্রমজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
বিক্ষোভ সমাবেশে বক্তারা শরিফ ওসমান হাদি হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন এবং এ ঘটনার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতাকে দায়ী করেন।
আরও পড়ুন:








