শুক্রবার

১৯ ডিসেম্বর, ২০২৫ ৪ পৌষ, ১৪৩২

গাজীপুরে ওসমান হাদির মৃত্যুতে বিক্ষোভ ও অগ্নিসংযোগ

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৯ ডিসেম্বর, ২০২৫ ১৫:৩৮

শেয়ার

গাজীপুরে ওসমান হাদির মৃত্যুতে বিক্ষোভ ও অগ্নিসংযোগ
ছবি: বাংলা এডিশন

গাজীপুরের টঙ্গীতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুর প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও অগ্নিসংযোগ করেছে এনসিপি, জাতীয় যুবশক্তি ও সাধারণ ছাত্রজনতা।

বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে টঙ্গী কলেজগেট এলাকা থেকে বিক্ষুব্ধ ছাত্র-জনতা একটি বিক্ষোভ মিছিল বের করে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক দখল করে সফিউদ্দিন রোড, হোসেন মার্কেটসহ গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

একপর্যায়ে বিক্ষোভকারীরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে টায়ার জ্বালিয়ে অগ্নিসংযোগ করেন। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায় এবং তীব্র যানজটের সৃষ্টি হয়।

বিক্ষোভে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সংগঠক আব্দুল্লাহ আল মুহিম, গাজীপুর মহানগর জাতীয় যুবশক্তির সদস্য সচিব মো. ওমর ফারুক, গাজীপুর মহানগর এনসিপির সংগঠক নাবিল ইউসুফ, জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক মো. মোহসিন, সোহানুর রহমান শুভসহ এনসিপি, যুবশক্তি ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

এ সময় বক্তারা শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানান এবং অবিলম্বে হত্যাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। দ্রুত বিচার না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন তারা।



banner close
banner close