ওসমান হাদির হত্যার প্রতিবাদে বগুড়ার শাজাহানপুরে বিক্ষোভ মিছিল জুলাইয়ের আন্দোলনের অন্যতম কণ্ঠস্বর ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বগুড়ার শাজাহানপুর উপজেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার দুপুর দুইটায় শাজাহানপুর উপজেলা সর্বস্তরের জনসাধারণের ব্যানারে উপজেলা মডেল মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি (বগুড়া–ঢাকা) মহাসড়ক প্রদক্ষিণ করে মাঝিড়া বন্দরে গিয়ে এক সমাবেশে মিলিত হয়।
সমাবেশে শাজাহানপুর শহর ছাত্রশিবিরের সভাপতি আবু সাইমের সঞ্চালনায় বক্তব্য রাখেন শাজাহানপুর উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি ও সিরাজগঞ্জ জেলা এবং শহর ছাত্রশিবিরের সাবেক সভাপতি হাফেজ মোকলেছুর রহমান মুকুল। এ ছাড়া বক্তব্য দেন বগুড়া জেলা পূর্ব ছাত্রশিবিরের সভাপতি জোবায়ের আহমেদ, জেলা পূর্ব শাখার অফিস সম্পাদক তৌফিকুল ইসলাম তাকী এবং শাজাহানপুর পূর্ব শাখার সভাপতি সাকিরুল ইসলাম।
এ সময় আরও উপস্থিত ছিলেন শাজাহানপুর উপজেলা জামায়াতের ওলামা বিভাগের সভাপতি ও উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি প্রভাষক মাওলানা কাওসার আলী, মাঝিড়া ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আব্দুল মতিন, শাজাহানপুর দক্ষিণ শাখার সভাপতি জোবায়ের আহমেদ, সাবেক ছাত্রনেতা প্রভাষক দেলাওয়ার হোসেন দুদু প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ড দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ববিরোধী ষড়যন্ত্রেরই অংশ। এ হত্যার সুষ্ঠু তদন্ত করে দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। তারা বলেন, দেশের অভ্যন্তরে কোনো আগ্রাসী তৎপরতা কিংবা ভারতীয় হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না। খুনাখুনির রাজনীতি বন্ধ করে এদেশ থেকে সকল দালাল ও ষড়যন্ত্রকারীদের প্রতিহত করার আহ্বান জানান বক্তারা।
বক্তারা আরও বলেন, শহীদ শরীফ ওসমান হাদির রক্ত বৃথা যেতে দেয়া হবে না। তার আদর্শ ও সংগ্রামকে ধারণ করেই জনগণকে ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে ন্যায়বিচার আদায় করতে হবে।
আরও পড়ুন:








