মানিকগঞ্জ জেলার শ্রেষ্ঠ এএসআই হিসেবে নির্বাচিত হয়ে সম্মানসূচক ক্রেস্ট পেয়েছেন সিংগাইর থানায় কর্মরত এএসআই শরীফ হোসাইন। বৃহস্পতিবার মানিকগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম বিপিএম এ সম্মাননা তুলে দেন।
এ সময় এএসআই শরীফ হোসাইন অক্টোবর ও নভেম্বর মাসের শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী কর্মকর্তা হিসেবেও সম্মাননা গ্রহণ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিংগাইর সার্কেলের সহকারী পুলিশ সুপার ফাহিম আসজাদ ও সিংগাইর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাঝহারুল ইসলাম।
সম্মাননা অর্জনে কৃতজ্ঞতা প্রকাশ করে এএসআই শরীফ হোসাইন বলেন, আমার এই অর্জনের জন্য আমি সিংগাইর থানার সকল অফিসার ও ফোর্সের প্রতি কৃতজ্ঞ। তাদের ভালোবাসা ও সহযোগিতার কারণেই আজ এ পর্যন্ত আসতে পেরেছি। বিশেষভাবে শ্রদ্ধেয় সার্কেল স্যার, অফিসার ইনচার্জ সিংগাইর থানা এবং এসআই পার্থ শেখর ঘোষ স্যারের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। তাদের দিকনির্দেশনা ও সহযোগিতা ছাড়া এ অর্জন সম্ভব হতো না।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পতনের পর মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানা থেকে বদলি হয়ে সিংগাইর থানায় যোগদান করেন এএসআই শরীফ হোসাইন। যোগদানের পর থেকেই তিনি নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। তার পেশাদারিত্বে সন্তুষ্ট সিংগাইরবাসীসহ পুলিশ বাহিনী।
এ ধরনের সম্মাননা পুলিশ সদস্যদের দায়িত্ব পালনে আরও উৎসাহ ও প্রেরণা জোগাবে বলে মন্তব্য করেন উপস্থিত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা। সিংগাইর থানার সকল অফিসার ও পুলিশ সদস্যরাও তার এ অর্জনে প্রশংসা ও অভিনন্দন জানিয়েছেন।
আরও পড়ুন:








