শুক্রবার

১৯ ডিসেম্বর, ২০২৫ ৩ পৌষ, ১৪৩২

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৮ ডিসেম্বর, ২০২৫ ২০:৫৬

শেয়ার

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ
ছবি: বাংলা এডিশন

চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকায় পৃথক দুটি অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৫৩ বিজিবি)।

বুধবার (১৮ ডিসেম্বর) সকাল ৫টা থেকে ১১টা পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর বিশেষ টহলদল এসব অভিযান পরিচালনা করে। অভিযানে শিবগঞ্জ থানাধীন মনাকষা ইউনিয়নের বিভিন্ন এলাকায় নেশাজাতীয় সিরাপ জব্দ করা হয়।

৫৩ বিজিবির অধীনস্থ মাসুদপুর বিওপির একটি বিশেষ টহল দল মনাকষা ইউনিয়নের ঠুঠাপাড়া গ্রামে অভিযান চালিয়ে ২৭৮ বোতল ভারতীয় নেশাজাতীয় ‘চকোপ্লাস’ সিরাপ জব্দ করে। অপরদিকে মনাকষা বিওপির আরেকটি বিশেষ টহল দল একই ইউনিয়নের পারচৌকা গ্রামে অভিযান চালিয়ে ১৫৯ বোতল ভারতীয় নেশাজাতীয় ‘এস্কাফ’ সিরাপ জব্দ করে। জব্দকৃত সিরাপের মোট আনুমানিক বাজার মূল্য প্রায় ২ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি।

বিজিবি জানায়, উদ্ধারকৃত নেশাজাতীয় সিরাপ পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শিবগঞ্জ থানায় জমা দেওয়া হয়েছে।

এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় নিরাপত্তা নিশ্চিতকরণসহ যেকোনো ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবি সর্বদা তৎপর রয়েছে।



banner close
banner close