‘হাদির গায়ে গুলি কেন, ভারত তুই জবাব দে’, ‘তুমি কে আমি কে, হাদি হাদি’, ‘ভারত যদি বন্ধু হও, খুনি হাসিনাকে ফেরত দাও’, ‘লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে’, ‘জেগেছে রে জেগেছে, ছাত্রসমাজ জেগেছে’ ইত্যাদি স্লোগানকে সামনে রেখে ‘খুলনায় মার্চ টু ভারতীয় সহকারী হাই কমিশন’ কর্মসূচি পালন করা হয়েছে। আধিপত্যবাদ বিরোধী ঐক্যজোট এ কর্মসূচীর আয়োজন করে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকেল পাঁচ টায় খুলনা মহানগরীর শামসুর রহমান রোডের ভারতীয় সহকারী হাই কমিশন অফিসের সামনে তারা অবস্থান নেন।
এ সময় তারা বলেন, আধিপাত্যবাদ বিরোধী নেতা হাদিকে আওয়ামী সন্ত্রাসী দ্বারা গুলি করে হত্যা করা হয়েছে। সেই সকল সন্ত্রাসীদের ভারত আশ্রয় দিয়ে ভুল করেছে। এর ফল ভালো হবে না। বাংলাদেশের ওপর দিল্লির কোনো তাঁবেদারি আর মানবো না। হাদি আমাদের পথ দেখিয়েছেন, কীভাবে ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে লড়াই করে যেতে হয়। এক হাদির রক্তের বিনিময়ে হাজার লক্ষ হাদি বাংলাদেশে জন্ম নেবে।
বক্তারা আরও বলেন, ভারতের রক্ত চক্ষু ভয় করি না। বাংলাদেশের দিকে রক্ত চক্ষু দিয়ে তাকালে ভারত খণ্ড খণ্ড করে দেব। ভারতে আশ্রয় দেওয়া সন্ত্রাসীদের ২৫ ডিসেম্বরের মধ্যে ফেরত দেওয়ার হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা।
এর আগে বিকেল সাড়ে ৩টার দিকে আন্দোলনকারীরা খুলনার রয়েল মোড়ে অবস্থান নেন এবং পরে মিছিল সহকারে কমিশন অভিমুখে যাত্রা শুরু করেন। নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে খুলনা ভারতীয় সহকারী হাইকমিশন অফিসের সামনে এসে জড়ো হন তারা। এ সময় বিপুল সংখ্যক পুলিশ সদস্য সেখানে ব্যারিকেড দেয়। সেখানে আন্দোলনকারীরা কিছু সময় অবস্থান নিয়ে বিকেল পৌনে ৫টার দিকে ফের মিছিল সহকারে রয়েল মোড় চত্বরে এসে কর্মসূচি শেষ করেন।
আরও পড়ুন:








