বৃহস্পতিবার

১৮ ডিসেম্বর, ২০২৫ ৩ পৌষ, ১৪৩২

ঠাকুরগাঁও-১ আসনে মনোনয়ন কিনলেন মির্জা ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত: ১৮ ডিসেম্বর, ২০২৫ ১৮:৩৮

শেয়ার

ঠাকুরগাঁও-১ আসনে মনোনয়ন কিনলেন মির্জা ফখরুল
সংগৃহীত ছবি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঠাকুরগাঁও-১ আসনে মনোনয়ন নিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর৷ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে মহাসচিবের পক্ষে মনোনয়ন নেন চাচাতো ভাই নূর-এ-শাহাদাৎ স্বজন।

বিষয়টি নিশ্চিত করেছেন জেলা নির্বাচন কর্মকর্তা মো. ওয়ালিউল্লাহ। তিনি বলেন, “মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে। প্রতিনিধি হিসেবে তাঁর পরিবারের একজন ফরম সংগ্রহ করে নিয়ে গেছেন৷

ঠাকুরগাঁও-১ আসনটি দীর্ঘদিন ধরে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাজনৈতিক আসন হিসেবে পরিচিত। মনোনয়ন ফরম সংগ্রহের খবরে স্থানীয় বিএনপি নেতা–কর্মী ও সাধারণ ভোটারদের মধ্যে নতুন করে আলোচনা শুরু হয়েছে।



banner close
banner close