বান্দরবানে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর বান্দরবানের নির্বাহী প্রকৌশলীদের বিদায় ও বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে বান্দরবান এলজিইডির সভাকক্ষে এ বিদায় ও বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ সময় এলজিইডি পরিবারের পক্ষ থেকে বর্তমান নির্বাহী প্রকৌশলী প্রতিপদ দেওয়ানকে ফুল দিয়ে বরণ এবং সাবেক নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ তাসাউরকে ক্রেস্ট দিয়ে বিদায় জানান এলজিইডি বান্দরবান পরিবারের সদস্যরা।
এ সময় বান্দরবানের সাবেক নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ তাসাউর বলেন, বান্দরবান এলজিইডি পরিবারের সবাই খুবই ভালো। এখানকার ঠিকাদাররাও খুবই আন্তরিক। আমি চলে গেলেও বান্দরবানের সকলের কথা আমার মনে থাকবে।
এদিকে সদ্য যোগ দেওয়া নির্বাহী প্রকৌশলী প্রতিপদ দেওয়ান বলেন, বান্দরবানের সকলের সঙ্গে আমি মিলেমিশে কাজ করতে চাই। আশা করছি সকলে আমাকে সকল কাজে সহযোগিতা করবেন।
এ সময় বান্দরবানের সিনিয়র সহকারী প্রকৌশলী পারভেজ সরোয়ার, রুমা উপজেলা প্রকৌশলী দিবাকর রায়, আমানুর রহমান, আসিফ, হৃদয় দত্তসহ বান্দরবান এলজিইডির কর্মকর্তা ও ঠিকাদাররা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন:








