বৃহস্পতিবার

১৮ ডিসেম্বর, ২০২৫ ৩ পৌষ, ১৪৩২

সিরাজগঞ্জ-৫ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৮ ডিসেম্বর, ২০২৫ ১৮:২১

শেয়ার

সিরাজগঞ্জ-৫ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ
ছবি: বাংলা এডিশন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী মুফতি হাজী শেখ মুহাম্মদ নুরুন নাবীর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে বেলকুচি উপজেলা পরিষদ কার্যালয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরিন জাহানের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়। বিষয়টি একই দিন বিকেলেই সংশ্লিষ্ট দপ্তর থেকে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়।

জানা গেছে, প্রার্থীর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বেলকুচি উপজেলা শাখার সভাপতি মাওলানা মো. রেজাউল করিম সিরাজী। এ সময় সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উপস্থিতদের মধ্যে ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সহ-সভাপতি এম এম আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. আব্দুস সালাম, এনায়েতপুর থানার সভাপতি আলহাজ মুফতি আলমগীর, জেলা সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম আমীন, ইসলামী যুব আন্দোলনের উপজেলা সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান, ইসলামী ছাত্র আন্দোলনের উপজেলা সভাপতি মো. আব্দুল আলীম, ইসলামী শ্রমিক আন্দোলনের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ, পৌর সাধারণ সম্পাদক নজরুল ইসলাম এবং ভাঙাবাড়ী ইউনিয়ন শাখার সভাপতি আমদ আলীসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

মনোনয়নপত্র সংগ্রহকালে নেতৃবৃন্দ নির্বাচনে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করার বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরেন।

এদিকে, সহকারী রিটার্নিং কর্মকর্তা ও বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরিন জাহান একই দিন বিকেলে জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সকল প্রার্থী ও রাজনৈতিক দলের নেতাকর্মীদের নির্বাচন কমিশনের নির্ধারিত আচরণবিধি যথাযথভাবে অনুসরণ করতে হবে। সংশ্লিষ্ট প্রশাসন নির্বাচন সংক্রান্ত সকল কার্যক্রম আইন ও বিধি অনুযায়ী পরিচালনা করছে বলেও তিনি উল্লেখ করেন।



banner close
banner close