বৃহস্পতিবার

১৮ ডিসেম্বর, ২০২৫ ৩ পৌষ, ১৪৩২

দোয়ারাবাজারে যুবদল নেতার বিরুদ্ধে মসজিদ ও বাড়িঘরে হামলা-ভাঙচুরের অভিযোগে মানববন্ধন

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ১৮ ডিসেম্বর, ২০২৫ ১৮:১৮

শেয়ার

দোয়ারাবাজারে যুবদল নেতার বিরুদ্ধে মসজিদ ও বাড়িঘরে হামলা-ভাঙচুরের অভিযোগে মানববন্ধন
ছবি: বাংলা এডিশন

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বোগলাবাজার ইউনিয়ন যুবদল সভাপতি হারুনুর রশিদের বিরুদ্ধে একটি মসজিদসহ একাধিক বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে মানববন্ধন করেছে এলাকাবাসী।

বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) বিকেলে বোগলাবাজার ইউনিয়নের সোনাচুরা গ্রামে এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান জাহান মাস্টার, বোগলাবাজার ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য বাবুল মেম্বার, জয়নাল আবেদীন, আব্দুর রাজ্জাক, মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত সেনা সদস্য আব্দুল মজিদ, উপজেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক জামাল উদ্দিন, যুবদল নেতা খুরশেদ, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জাহিদ হাসান অনিক, বেলায়েত হোসেন, উপজেলা ছাত্রদলের সদস্য জহিরুল ইসলাম সানি, বোগলাবাজার ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ফারুক মিয়া, সোনাচুরা মসজিদের ইমাম মাওলানা রফিকুল ইসলাম, ছিদ্দিক আলমসহ আরও অনেকে।

বক্তারা বলেন, পরিকল্পিতভাবে একটি মসজিদ ও নিরীহ মানুষের বাড়িঘরে হামলা চালানো হয়েছে, যা অত্যন্ত ন্যক্কারজনক ও ঘৃণ্য অপরাধ। তারা অবিলম্বে অভিযুক্তদের গ্রেপ্তার, দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান এবং ক্ষতিগ্রস্ত পরিবার ও মসজিদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

এলাকাবাসীর অভিযোগ, অভিযুক্ত যুবদল সভাপতি হারুনুর রশিদ দীর্ঘদিন ধরে এলাকায় ভয়ভীতি প্রদর্শন, চাঁদাবাজি ও বিভিন্ন অপকর্মে জড়িত। এসব কারণে সাধারণ মানুষ মুখ খুলতে সাহস পাচ্ছে না।

এ বিষয়ে অভিযুক্ত হারুনুর রশিদের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

উপজেলা যুবদলের সদস্য সচিব জামাল উদ্দিন বলেন,

“দলীয় পদ ব্যবহার করে কোনো ধরনের অপরাধ সংঘটিত করা দলীয় আদর্শের পরিপন্থী। ঘটনার সত্যতা প্রমাণিত হলে সাংগঠনিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

উপজেলা যুবদলের আহ্বায়ক মাধব রায় বলেন,

“দলীয় পরিচয় ব্যবহার করে সন্ত্রাস, চাঁদাবাজি কিংবা কোনো অনৈতিক কর্মকাণ্ড করার কোনো সুযোগ নেই।”

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান,

“ঘটনার বিষয়ে এখনো লিখিত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এদিকে ক্ষতিগ্রস্ত মসজিদ কমিটির সভাপতি শাহ আলম ও সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুছ এক যৌথ বিবৃতিতে বলেন,

“আমাদের মসজিদে পরিকল্পিতভাবে হামলা ও ভাঙচুর চালানো হয়েছে। এই ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমরা সমাজবাসীর কাছে ন্যায়বিচার প্রত্যাশা করছি।”



banner close
banner close